সন্দেশখালিতে…
সেই চাষীটি কোনও রোম্যান্টিকতায় আক্রান্ত নন।
বধূটিও তেমন কোনও বনলতা সেন নন।
কারওরই পাখির নীড়ের মত চোখ নয়।
দুজনের কেউই হয়তো জীবনানন্দের পাঠক নন।
তবু, কী আশ্চর্য…!
ক্ষুব্ধ চাষী শুধোলেন চতুর এমএলএকে,
ক্রুদ্ধ বধূ শুধোলেন নির্লজ্জ ডিজি কে, একই প্রশ্ন।
“এতদিন কোথায় ছিলেন?”