বলি ও জনগণ
আর ক’খানা উৎসব দে সারিতে
তৃতীয় ঢেউ এল বাড়িতে…
ও জনগণ
সাহসী কাজ হবেই পারিতে।
ওমিক্রনের বাবুর মত মিষ্টি নাম পেয়ে
দ্যাখেন তোকে দেখছে কেমন
ড্যাবডেবিয়ে চেয়ে
আমি… তাই পারি নাই, ক্রিসমাসে ভিড়
নিউইয়ার-ইভ্ ছাড়িতে
কোভিড এলো রেলের গাড়িতে
ও জনগণ
তৃতীয় ঢেউ এল বাড়িতে
ইশকুল থাক বন্ধ এখন, ওরে ও মাস্টার
তুই কিন্তু হাজির হবি,
সেথায় রেগুলার…
আবার মদ-সিনেমা রাখছি খোলা
নেশার বাড়াবাড়িতে
তৃতীয় ঢেউ এল বাড়িতে
ও জনগণ
নয়া কোভিড এল বাড়িতে
র্যাপিড কিটে মন ওঠে না, আরটিপিসিআর
টেস্ট করিয়ে হয় পজিটিভ
সিস্টার ও ডাক্তার
তবু না ঘাবড়িয়ে ভোট রেঁধেছি
ডেমোক্রেটিক হাঁড়িতে
ও আদালত
সাগর যাব সিনান সারিতে
ও জনগণ
মরবি এবার অতিমারীতে…