শাসক কত দুর্নীতিপরায়ন, অমানবিক, হিংস্র এবং মিথ্যুক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ সন্দেশখালি। এই গানে সেই প্রবলকে তীব্র কষাঘাত করা হয়েছে। ছিড়ে ফেলা হয়েছে মুখোশ, বেরিয়ে পড়েছে শাসকের দগদগে মুখ।
সুর , কণ্ঠ ও যন্ত্রানুষঙ্গ— পল্লব কীর্ত্তনীয়া
শ্রীখোল সঙ্গত— অলক দাশ