দিগন্ত দেখব বলে বেরিয়ে
বেমালুম এক সরু গলির মধ্যে ঢুকে পড়েছি
কিছুটা এগিয়েই,
টের পেয়েছি এটা কানাগলি,
যার লজ্জা নেই ঘেন্না নেই… গন্তব্যেরও ভয় নেই কোনও
দিনগুলোকে মাপি ছায়া দিয়ে, রাত মেপেছি অন্ধকারের নিরিখে
জানলার পর্দা সরিয়ে কেউ কেউ কথা বলে
দিগন্তের মত ভিনদেশি শব্দ শুনলে ওরা
টাকরায় চটকার মত শব্দ তোলে
পর্দা সরিয়ে এই শহর আমাকে দেখে,
পর্দা সরলে আমি এই
ঝিম শহরের অন্দর মহল দেখতে পাই
এই দেখাদেখির মধ্যে আগাছার মত অবিশ্বাস
অবিশ্বাসটুকুরই ডাকনাম ভালোবাসা।
সেই অনির্দেশ ডাকনামের লোভে
একপ্লেট বিস্বাদ নুডলসের পাশে চিলি চিকেন
হয়ে রয়ে গেলাম
*
দিগন্ত এখনও
এক দিগন্তপ্রমাণ দূরত্ব থেকে ডেকেই চলেছে।
★