বাবা, আমি বড় হয়ে গেছি।
বহুদিন জিগেস করিনি, ফিক্সে কোথায় বেশি সুদ।
বাবা আমি বড় হয়ে গেছি।
গোলাপ জবার সার জানি,নিজে বাছি গাছের ওষুধ।
আশা করি ভালো আছো তুমি,
মার সাথে জমেছে ভালোই,
যত ভুলো ভাবতে আমায়, এখন কিন্তু তত নই,
চাবিগোছা কোনখানে থাকে,
গ্যাসটা ফুরিয়েছিলো কবে,
এসবই এখন আমি জানি, পড়া ধরে খুব খুশি হবে.
চেকবই ওই দেখো রাখা,
নাম আর অ্যাকাউন্ট ধরে ধরে,
বাবা আমি বড় হয়ে গেছি, বকুনি খাবো না ভুল করে..
যা তোমার দুচোখের বিষ,
অবশ্য ছাড়িনি সেটাকে,
কি করবো বলো আমি বাবা, পৃথিবীটা অ্যামাজনে থাকে,
আমি তো জানি না ঠিকানা,
ব্যাগ রিফু কোনখানে হয়,
জানলেও লাভ হতো না কিছু , লাফ দিয়ে চলেছে সময়,
সারাইয়ের মন নেই কারো,
ছিঁড়ে গেলে ফেলা দস্তুর
বস্তু বা রিলেশনশিপে অপশনস আছে যে প্রচুর,
একথা মানতে না তো তুমি,
আমার যে বাস সমকালে,
বাবা আমি লিখি না হিসেব, স্টেটমেন্ট আসে ডিজিটালে।
তবু রোজ ঠেকে যাই জানো,
ঠকেও যাচ্ছি নানা ভাবে,
কোনটা যে ঠিক পথ ছিলো, তুমি নেই, কে আর দেখাবে।
পাম্পটা খারাপ হলো কাল,
দুম করে মনে হলো জানো,
তুমি হলে বলে দিতে ঠিক, কাকে দিয়ে যাবে তা সারানো,
মিস্তিরি বলে দিলো সোজা,
বদলে নতুন হবে নিতে,
তোমার ফটোর দিকে চোখ, হাসিমুখে দেখছো নিভৃতে।
চাইছি শুনতে সেই ডাক,
‘কিভাবে করবে , বলি শোনো’
সে ধমক আরো একবার ‘ বড় তুমি হলে না এখনো!’
বাবা আমি বড় হইনি গো, বড় আমি হবো না কখনো..