আজকে তিনি শেকল জমা করে
বেরিয়ে গেলেন কাজের ঘানি থেকে
না পাওয়াদের দিলেন ক্ষমা করে
মুক্তি এবার ব্যাঁকা বাণী থেকে।
এতটা কাল জানলা দিয়ে দেখা
ডিউটি ফাঁকে উঁকিঝুঁকি মেরে,
কাজের ভিড়েও কবি ছিলেন একা
শো কজে নেয় কথার সময় কেড়ে।
এবার মেয়াদ শেষ হয়েছে কারা’র
ফিরতে পারেন এখন নিজের গ্রহে
যার আকাশে জ্বলা প্রতি তারা’র
উজ্জ্বলতা তাঁর বোনা বিদ্রোহে।
সেই দুনিয়ায় সত্যিকথার বাস,
পথের ধারে ছন্দ করে খেলা,
কবিতাদের ফলন বারোমাস
পেট পুরে খায় পাঠকরা দুইবেলা।
এবার থেকে এই পৃথিবীর তিনি,
হাতকড়া’রা ছাড়তে হলো বাধ্য
ক্যালেন্ডারের কাছে ভাষা ঋণী
নিষেধও শেষ, ঠোঁটকে যে সব বাঁধতো।
অরুণ আঁচল ছড়াক দিকে দিকে
আলো লিখুক সমকালের পদ্য
বিদায় দিয়ে বেহায়া চাকরিকে
অরুণাচল মুক্ত হলেন অদ্য।
মুক্ত কবির জন্ম হলো সদ্য..