চড়টা কোনও একজন ডাক্তারের গালে নয়, সমাজের গালে পড়েছে। যদি কোনও মেধাবী ছাত্র ডাক্তারি পড়তে ভয় পায়, যদি কোনও ডাক্তারি ছাত্র সার্জারি বা ইনটেনসিভ কেয়ার বিষয়ে পড়তে না চায়, যদি কোনও অভিজ্ঞ ডাক্তার ক্রিটিক্যাল রোগী দেখতে না চান তাহলে কী হবে ভেবে দেখেছেন? আমাদের গায়ে হাত তুলছেন বলে ভয় পাচ্ছি না, ডাক্তারবিহীন সমাজের কথা ভেবে আতঙ্কিত হচ্ছি।
যে কোনো মৃত্যু দুঃখজনক কিন্তু আগে দেখুন তার পিছনে গাফিলতি ছিল কি না। দোষ প্রমাণের আগেই বিচার ! আমরা ভগবানও নই শয়তানও নই।
সঠিক কথা। ডাক্তাররাও মানুষ।