কবির লেখায় স্পষ্ট ছিল
স্পর্ধিত এক প্রত্যয়,
‘আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়’।
এখন যখন তাল কেটেছে
তোমার-আমার এ-সন্ধ্যায়,
গর্ত থেকে যখন-তখন
বেরিয়ে আসে দুঃসময়,
অন্ধকারে একলা চলার
সাহস ভয়েই পেছিয়ে যায়।
তাও তো সবাই মানুষ ছিল
কদিন আগের সেই সময়,
বাজারদরের ওঠাপড়ায়
এখন তো কেউ মানুষ নয়!
তুমিও পণ্য, আমিও পণ্য
‘তফাত শুধু শিরদাঁড়ায়’,
শিরদাঁড়াটাই ঠিক করে দেয়
কে কোনদিকে শির ঝোঁকায়।
২০নভেম্বর২০২৩