শাক দিয়ে মাছ ঢাকা দায়
বলেছিল প্রাচীন প্রবাদ
ন্যায়ের গলা টিপে দিলে
মুঠো হাতে আসে প্রতিবাদ
শোষক মুখোশ খুলে দেখো
প্রতি রাস্তার বাঁকে বাঁকে
দিনের আলো ঢেকে দিলে
অযুত নক্ষত্র জেগে থাকে
ঘসা কাচে বিড়ালের মুখ
নরমের যম আজীবন
ক্ষমতার করিডোরে ওই
আনাগোনা মিছে আস্ফালন
হয়ত আঁধার আসে নেমে
হয়ত তুফান ওঠে প্রিয়
অরুনেরও ক্লান্তি আসে , তাই
মেঘের আড়াল টুকু দিও
নীল ঘুড়ি ফিস ফিস বলে
বলাকার জোর আলোচনা
রাত্রি যতই ঘন হোক
সূর্যটা কখনো নেভেনা