রাজ্যের সরকার বছর বছর হাসপাতালে চিকিৎসক নিয়োগ না করলে কি আর এমন ক্ষতি হবে?
রাজ্যের সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে ন্যূনতম চিকিৎসাটুকু পাবেন না, কারণ চিকিৎসকদের নিয়োগই করা হয়নি বছর বছর! তাতে কিই বা আসে যায়??
এটাই বাস্তব!
রাজ্যের সরকার বছর বছর চিকিৎসকদের নিয়োগ বন্ধ করে রাখছে! ডাক্তার তো আর আকাশ থেকে পড়বেনা, তাদের নিয়োগ করতে হবে নিয়মিতভাবে, তবেই হাসপাতালে চিকিৎসক থাকবে।
৬.৮ বছর ধরে WEST BENGAL DENTAL SERVICE ক্যাডারের মেডিক্যাল অফিসার (ডেন্টাল) পদে নিয়োগ বন্ধ!
১.৫ বছর ধরে WEST BENGAL HEALTH SERVICE ক্যাডারের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নেই।
এভাবে চিকিৎসকদের বসিয়ে রেখে তাদের নিয়োগের সর্ব্বোচ বয়সসীমা পার করিয়ে, রাজ্যে ডাক্তার নেই বলে চিৎকার করলে হবে?????
নিয়োগটাই তো নিয়মিত করা হয়না, কোনোটা প্রায় ৭ বছর, কোনোটা প্রায় ২ বছর আটকে!
চলছে এভাবেই..