ঠিকই পড়ছেন। আমরা কোনো সুনার বাংলা বা সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা শুনছি। আমরা শুধু কোভিড আক্রান্ত উপসর্গহীন বা মৃদু উপসর্গ নিয়ে যাঁরা বাড়িতে আইসোলেশনে আছেন তাঁদের কথা শুনছি আর পরিস্থিতি অনুযায়ী উপদেশ দিচ্ছি।
২১ বছরের গ্রামের মেয়ে যে একলা জ্বরে ভোগা শ্বশুরকে নিয়ে আছে, স্বামী ভিন রাজ্যে কাজ করে সে যেমন ফোন করছে তেমনি সল্টলেকের বাড়ীতে একা থাকা বৃদ্ধা মহিলা আমাদের ফোন করছেন। অনেকে অক্সিমিটার কথাটাই কোনোদিন শোনেননি আবার অনেকে দুজন ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশনটা ঠিক কিনা দেখে নিচ্ছেন। আমরা সব শুনছি। রোগের কথা, একা থাকার কথা, মনখারাপের কথা, ভয় পাওয়ার কথা।
২৬ এপ্রিল, ২০২১ বিকেল থেকে যে টেলিমেডিসিন পরিষেবা চালু করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরামের (#WBDF) পক্ষ থেকে ইতিমধ্যেই প্রায় ১৫০ জন চিকিৎসক অন্তত পঁচিশ হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন এই পরিষেবা, সম্পুর্ণ বিনামূল্যে।
আরো আরো বেশী করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবার চালু করা হয়েছে টেলিমেডিসিন হেল্পলাইন – ফোন করতে হবে *8929408282* – এই নম্বরে। নম্বর একটাই কিন্তু ২৫টা অ্যাকসেস আছে। আমাদের প্রশিক্ষিত SwitchOnIndia-র স্বেচ্ছাসেবকরা দ্রুত পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করিয়ে দেবেন WBDF-এর চিকিৎসকদের সাথে।
আশা করি আরো আরো বেশী মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আমাদের এই পরিষেবা।
সাথে আছি
পাশে আছি