ঝাড় খেতে ঝাড়গ্রামে চলল বিষাণ।
তবু তেজ দেখাচ্ছে… বাপ রে কী শান!
চটিচাটা আমলার হুমকির চোটে…
চমক-রিলিজ। (আগে হেরে গেছে ভোটে!)
তবু তার বহুদিন বাকি সার্ভিস।
যদি পাশা উল্টায়। ঝাড়ে তার বিষ?
ক্ষতয় মলম তাই দেয় বড়োদাদা।
বলে, সাবধানে যেও… সেরে বাঁধাছাদা।
আমি সাবধানে বাঁধি ছালাসহ আম।
তুমি হও বার খাওয়া বোকা ক্ষুদিরাম।
এতদিনে নির্ভয় সরকারি দাজু…
দরকারি প্লেটে দেয় চানাচুর কাজু।
চানাচুর কয় দানা? কাজু ছয়খানি।
পালের প্রিন্সি ঢাকে তার ভয়খানি।