স্যাকরা সোনায় খাদ মেশাবেই,
দুধে জল দেবে গোয়ালা।
টিভি পর্দায় ঝলমলাচ্ছে
স্বপ্নের ফেরিওয়ালা।
ফেরিওয়ালার রামরাজ্যতে
বায়স গাইবে “ও পিয়া…”
হাতে হাতে কাজ, সব পেটে ভাত
আদর্শ ইউটোপিয়া।
নীরবতা পাবে নীরব, মেহুল
আদানি ও আম্বানি
ইউটোপিয়ায় প্রমাণিত হবে
পাপী একা শাজাহানই।
কিছু বলবে না, তার পণ্যের
যত বিচ্যুতি… তা নিয়ে।
তার কাজ? শুধু বিক্রি বাড়ান,
মানুষকে বোকা বানিয়ে।
সব মেনে নাও সুবোধ বাঙালি
তুমি তো ভদ্র সভ্য।
টিভি চ্যানেলের ক্যামেরা মাপুক
আঁধারের ভবিতব্য।
★