দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ৭
যীশুদা, হ্যাপ্পি বাতডে
আমরা করোনা ভাইরাসকে ভয় পাইনা, মানুষকে ভয় পাই – জনৈক বোকা চিকিৎসকের কথা।
কালকের (২৫শে ডিসেম্বর ২০২১) সন্ধ্যার পার্ক স্ট্রীট।
আমরা কী তাড়াতাড়ি ভুলে যাই। হাসপাতালে কোভিড বেড ছিল না, ব্ল্যাকে অক্সিজেন কিনতে হচ্ছিলো, ধাপার মাঠে ধোঁয়া, মৃতদেহ সৎকারের লম্বা লাইন, যারা একসাথে টেবিলে বসে খেতো, তাদের ছবি এখন আমাদের খাওয়া দেখছে। হাসপাতালের বিলে খরচা না করে হোটেলে বিল দেবো। সরকার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তাটা সাজিয়েছে, তা দেখা আমাদের কর্তব্যের মধ্যে পরে। আমাদের সামলানোর জন্য পুলিশও দিয়েছে। আমাদের টাকায় ওরা মাইনে পায়, আমাদের জন্য ওরা প্রাণ দিতেই পারে। স্বাস্থ্যকর্মীদের জন্য থালা বাটি বাজিয়েছিলেন। তার বদলে ওদের তো কিছু করতে হবে।
নিচের ছবির ওই সবুজ আলোগুলো দেখছেন। ঠিক ওই রকম আলো একটা ঠান্ডা ঘরে দেখা যায়, সাথে বিপ বিপ বিপ বিপ আওয়াজ। সাদা বিছানা। ওই ঘর থেকে অনেকেই ফেরে না, কাপড়ে মুড়ে চালান হয়ে যায়। তখন আপনি সরকারের কাছে একটা সংখ্যা মাত্র। আর অনেক সময় সেই সংখ্যাটা চেপে দেওয়া হয়।