ভালবাসার কথা যাকে তাকে বলতে নেই
যে শুধু উচ্ছলতা চায়, কিংবা
যে চায় বেদনার নীল সমুদ্র
তাদের কাছে গিয়ে জড়িয়ে ধরে
সবটুকু আগুন বা বিষন্নতা
শুষে নিয়ে স্থির হওয়া যায়
কিন্তু
ভালবাসার কথা যাকে তাকে বলতে নেই
যে সূর্যোদয় দেখবে বলে
সাতশো মাইল পেরিয়ে টাইগার হিলে যায়
তার সাথে চলতে চলতে বলা যায়
আগুন হয়ে একটু পরেই
রঙ ছড়িয়ে আসবে সোনামনি
কিন্তু
ভালবাসার কথা যাকে তাকে বলতে নেই
ছড়িয়ে দেখেছি কত বীজ ধান
উড়িয়ে দিয়েছি কত নীলকন্ঠ পাখি
বিলিয়ে দিয়েছি রঙ আকাশের ক্যানভাসে
তবু আজও প্রতীক্ষায় নিস্পন্দ প্রান্তর
রঙহীন নীলকন্ঠ, সাদা ক্যানভাস
তাই কোন প্রাণহীন পাথরের গায়
রঙ নিয়ে সাতরঙা আঁকতেও নেই –
ভালবাসার কথা যাকে তাকে বলতেও নেই।
—০—
২৯-১১-২২