মরশুমি লেপ, ঠোঁটে গ্লিসারিন,
কুয়াশায় মোড়া ময়দানি ঘোড়া —
নাহুমের কেক, ফ্রেঞ্চ ওয়াইন,
লাল সিগন্যালে গোলাপের তোড়া।
শরীরের ভাঁজে চেনা মোহনায়,
আলো পিছলায় — সাইকেডেলিক।
শীতচোরা কোন আগুনমায়ায়
বোকা পতঙ্গ ঝাঁপ দেয় ঠিক।
ভিক্টোরিয়ার পরী পায় ছুটি,
হাতছানি দেয় রাতের আকাশ —
ক্রুশে দুলে দুলে মেরির শিশুটি
মুখস্থ করে ‘দেবতার গ্রাস’।
লালটুপি পরা গালফোলা বুড়ো,
পুঁচকে মোজায় উপহার ভরে —
চকোলেট থেকে ভাঙা খুদকুঁড়ো,
সবই আছে ঢাকা সবুজ ঝালরে।
তারা খসে পড়া শহরতোরণে —
উপচে পড়ছে খুশির পেয়ালা,
তিন জ্ঞানী বুড়ো চুপ করে শোনে
মা-হারা পাখির ছানার দেয়ালা।