ওরে গরীব গুর্ব মানুষগুলো
আটকে পড়ে অন্ধকারে
আমরা খুঁজি হলুদ খবর
নিউজ পোর্টাল আর চ্যানেল জুড়ে
দিনে কেটে যায় পথ খোলে না
কি হবে রে কেউ জানে না
কে করেছে নতুন বিয়ে
মোদের সেই ভেবে আর ঘুম হবে না।
চড়ছে রাজা উড়ো জাহাজ
মন্ত্রী সাজায় দাবার গুটি
ক্রিকেট খেলায় দল হেরেছে
নেট দুনিয়ায় কান্না কাটি
গরীব মরে পিছলে পড়ে
গরীব মরে ক্ষিদের জ্বালায়
পাহাড় কেটে রাস্তা হবে
মরলে গরীব মোদের কি আসে যায়।
হাসপাতালে চোর ঠগেরা
ভর্তি হলে নাটক করে
নাড়ির খবর হারিয়ে খবর
মিনিট মিনিট চ্যানেল জুড়ে
মানুষগুলো বন্দী আছে
কেউ জানে না কদিন বাকি
পরম পিয়ার ফুল শয্যায়
আম বাঙালী দিচ্ছে উঁকি।