জেনারেল ফিজিশিয়ানরা কোয়াকের একটু উপরে আর কি। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবকিছুই একটু আধটু করতে হয়। আর তার উপরে আপনি যদি শিক্ষিত এলাকায় চাকরি করেন তো কথাই নেই, চোখের দু তিনটে ড্রপ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জি খেয়ে আসা রুগীকে দেখতে হতে পারে আপনাকে।
তাই খুব সরল করে চোখের ডাক্তারবাবুদের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে একটু লেখার চেষ্টা করলাম।
ফিজিশিয়ানদের কাছে চোখের সমস্যা নিয়ে আসলে একটু সমস্যা হয় দু তরফেই।
মূলত যে সমস্যাগুলো নিয়ে আসে রোগীরা।
১. আমি কিছু দেখতে পাচ্ছি না।
২. আমার দৃষ্টি কিরকম ঝাপসা, ঘোলাটে লাগছে। ৩. আমার চোখে আঘাত লেগেছে এবং লাল হয়ে আছে ৪. আমার চোখে ব্যথা ৫. আমার চোখ লাল
১. আমি কিছু দেখতে পাচ্ছি না:
কি রকম একটা ঝাপসা লাগছে, বা চারপাশে কালো কালো ছোপ দেখছি। একটা চোখ, কখনো বা দুচোখে।
কিছু ঝাপসা দৃষ্টি কিন্তু ইমার্জেন্সী নয়। যেমন ছানি।
ব্যথাহীন ক্ষীণ দৃষ্টি কিছু মারাত্মক রোগের কারণ হতে পারে।
যেমন
আপনার রেটিনার আর্টারি বা ভেইন-এর রক্ত সংবহন বন্ধ হয়ে গেছে। যাকে ( CRAO central retinal artery occlusion বা CRVO vein occlusion)
Giant cell arteritis, stroke বা TIA, optic neuropathy.
CRAO হলে আপনার হঠাৎ করে দৃষ্টি শক্তি চলে যেতে পারে। আপনি হার্টের সমস্যায়, প্রেসারের সমস্যায়, ডায়াবেটিস-এ ভুগলে আপনার সম্ভাবনা বেশি। অবশ্যই অতি শীঘ্র আপনাকে চোখের ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে।
আপনি মহিলা, গাঁটে গাঁটে ব্যথায় ভোগেন, জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ধরা, চোয়ালে ব্যথা, রক্তে CRP বেশি, ESR বেশি আপনার Giant cell arteritis হবার সম্ভাবনা থাকতে পারে।
আপনার স্ট্রোক বা TIA হলেও আপনার হঠাৎ করে দৃষ্টি শক্তি চলে যেতে পারে। যদি TIA হয় কিছুক্ষণ পরেই দৃষ্টিশক্তি ফিরে আসবে। আসলে আপনার carotid আর্টারিতে atherosclerosis হচ্ছে। উপযুক্ত চিকিৎসা না করলে মাস খানেকের মধ্যে স্ট্রোক হবার প্রবল সম্ভাবনা ।
২. আমার দৃষ্টি শক্তি কিরকম ঝাপসা ঘোলাটে লাগছে
সাধারণভাবে এক্ষেত্রে রোগীরা ফ্ল্যাশ, ফ্লোটার্স, রঙ বেরঙের আলো এসব দেখতে পায়।
আপনার মাইগ্রেন বা কোনো মানসিক সমস্যা হচ্ছে কি না ফিজিশিয়ান আপনার হিস্টরি নিলেই জানতে পারবেন।
কিন্তু যদি আপনার retinal detachment বা vitreous detachment হয় আপনাকে খুব দ্রুত চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
Vitreous detachment: আপনি বয়স্ক হলে, myopic হলে, চোখের কোনো অপারেশন আগে হয়ে থাকলে, বা চোখে আঘাত পেলে সম্ভাবনা বাড়ে।
Retinal detachment একটি সিরিয়াস চোখের সমস্যা। দেরি করলে ভুগতে হবে।
৩. চোখে ব্যথা এবং চোখ লাল হয়ে যাওয়া
আপনার iritis, keratitis বা glocuma হবার সম্ভাবনা বেশি।
চোখে ব্যথা, দৃষ্টি শক্তি কমে যাওয়া, চোখ লাল, photophobia (চোখে আলো পড়লে সমস্যা) সাথে আপনার হাড়ের বা পেটের রোগ যেমন ankylosing spondylitis, ulcerative colitis আপনার iritis হবার সম্ভাবনা বাড়ায়। তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখান।
আপনার চোখে foreign body sensation হচ্ছে, চোখ লাল, দৃষ্টি ঝাপসা, photophobia আপনার keratitis হবার সম্ভাবনা বাড়ায়। ব্যাকটেরিয়াল keratitis অনেক সময় আপনার কন্টাক্ট লেন্স, চোখের আগে অপারেশন, চোখে আঘাত, এমনকি ডায়াবেটিস থেকেও হতে পারে।
Glucoma হলে দৃষ্টি শক্তি ঝাপসা, চোখের বা ভুরুতে ব্যথা, বমি বমি ভাব, দৃষ্টিতে একটা আলোর ঝলকানি এসব থাকতে পারে। আপনার চোখের প্রেসার বেড়ে গেছে এবং সেই জন্য আপনার বমি বমি লাগছে।
৪. চোখে আঘাত পাওয়া
Hyphema হলে মানে iris-এর চারপাশে লাল হয়ে যাওয়া, তৎক্ষণাৎ চোখের ডাক্তারের কাছে যান ।
Global rupture সন্দেহ করলে চোখে একটা প্লাস্টিক শিল্ড দিয়ে আর বমির ওষুধ খাইয়ে তৎক্ষণাৎ চোখের ডাক্তারবাবুর কাছে যান।
চোখে কোনো কেমিক্যাল বার্ন হলে বারবার চোখ ধোয়ার পরও চোখের ডাক্তারের কাছে গিয়ে চোখ দেখিয়ে নিন।
৫. চোখ লাল কিন্তু ব্যথা নেই বিশেষ
Conjunctivitis-এ হয়। ভয়ের কিছু নেই।
কিন্তু আপনার ফিজিশিয়ান দেখে যদি cellulitis সন্দেহ করেন আপনাকে সিটি স্ক্যান অরবিটও করাতে পারেন।
Sub conjunctival hemorrhage হলে সাধারণত দৃষ্টিতে কোনো সমস্যা হয় না। চোখের আঘাত বা এমনিও হতে পারে। খুব কিছু চিকিৎসার দরকার হয় না।
চোখে ব্যথা
চোখে ব্যথা হয়, দৃষ্টিশক্তির খুব একটা সমস্যা নেই।
চোখের মুভমেন্ট-এর সাথে ব্যথা বাড়লে optic neuritis হতে পারে। এক্ষেত্রে দৃষ্টি শক্তি কমে যায়, আলো এবং রঙ সনাক্ত করতে সমস্যা হয়। চোখের ডাক্তার সাথে নিউরোলজিস্ট দেখান। Multiple sclerosis হয়েছে কিনা উনি পরীক্ষা করে নেবেন।
অনেক কিছু জানলাম , ভালো লাগলো