প্রেস বিজ্ঞপ্তি
৬ অক্টোবর ২০২৫
গতকাল (৫/৯/২৫) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাধ ও স্বপ্নের কার্নিভাল শুরুর আগে অভয়া মঞ্চের দুই সদস্য সুতপা ভট্টাচার্য ও দেবজ্যোতি দাশগুপ্তকে পূলিশ থানায় তুলে নিয়ে যায়। ওদের অপরাধ ছিল অনেকের মত ওরাও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা নারী নির্যাতনের, প্রকৃত বিচার না পাওয়া অভয়ার মা-বাবার কষ্টের কথা ভুলে ঐ কার্নিভালের আনন্দে মেতে উঠতে পারে নি। নীরব প্রতিবাদ জানাতে অভয়া মঞ্চের ব্যাজ পরে কলকাতা প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছিল। তাদের সঙ্গে ছিলেন সুতপা ভট্টাচার্যের অশীতিপর বৃদ্ধা মা। পুলিশ ও দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৭০ নম্বর ধারা বলে গ্ৰেপ্তার করেছে বলে জানা যায়।যে ধারা অনুসারে পুলিশ যদি মনে করে কোন ব্যক্তি কোন ভয়ঙ্কর ঘটনায় প্রবৃত্ত তাহলে কোন পরোয়ানা ছাড়াই তাকে গ্ৰেপ্তার করতে পারে। এই রাজ্যের পূলিশ প্রসাশন যে কোন সরব, নীরব প্রতিবাদের অধিকার কে যেভাবে দমন করতে শুরু করেছে তা এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। এক স্বৈরাচারী শাসকের পদধ্বনি শুরু হয়েছে। অবিলম্বে এর বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় সকল চিকিৎসক সহ সমস্ত স্তরের নাগরিককে প্রতিবাদে প্রতিরোধে সামিল হতে হবে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সেই আহ্বানের সূচনা করতে চায়।