প্রেস বিজ্ঞপ্তি
———————-
গত ১০ সেপ্টেম্বর,২০২৫ বাংলা আরও একবার ঘৃণ্য নারী নির্যাতনের সাক্ষী হলো। গণধর্ষণের শিকার হলেন ভিন রাজ্য থেকে পড়তে আসা দুর্গাপুর আই কিউ সিটি হাসপাতালের প্রথম বর্ষের ছাত্রী। উদাসীন কলেজ কর্তৃপক্ষ আর প্রশাসনের প্রশ্রয়ে লালিত পালিত দুষ্কৃতিরাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে অভয়া মঞ্চ ১২অক্টোবর দুর্গাপুর উপস্থিত হয়ে মিডিয়া মারফৎ জানতে পারে যে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী আরও একবার মেয়েদের রাতে না বেরনোর নিদান দিয়েছেন। মেয়েদের নিরাপত্তা মেয়েদেরই রক্ষা করতে হবে বলে জানিয়েছেন। অভয়া মঞ্চ স্মরণ করিয়ে দিতে চায়,২০১২সালের ৫ফেব্রুয়ারী পার্ক স্ট্রীটে ধর্ষণের ঘটনার পর ১৬ফেব্রুয়ারী মাননীয়া মুখ্যমন্ত্রী ‘সাজানো ঘটনা’ বলেছিলেন। তারপর থেকে রাজ্যে লাগাতার সব ক’টি ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর বক্তব্য ধর্ষকদের তথা দুষ্কৃতিদের উৎসাহিত করেছে। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও প্রতিটি ঘটনায় ধর্ষিতা, নির্যাতিতাকেই দায়ী করেছেন। অভয়া’র হত্যার পর রাতে মহিলা চিকিৎসকদের কাজ না করার পরামর্শ দিয়েছিলেন। প্রতিটি ক্ষেত্রেই তদন্ত হওয়ার আগেই উপসংহার টেনে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন। তাঁর কথায় উৎসাহিত হয়ে দুষ্কৃতিরা অধিকাংশ ক্ষেত্রেই প্রমাণ লোপাট করতে পেরেছেন। মুখ্যমন্ত্রী পরিকল্পনা করেই এই রাজনীতি করছেন। নিজে মহিলা হয়েও মনুবাদী পশ্চাদপদ মানসিকতাকে ব্যবহার করে পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে মহিলাদের অন্দরমহলে ঢুকিয়ে দুর্নীতিতন্ত্র কায়েম রাখতে চেয়েছেন।
পাশাপাশি দেশের সরকার কূটনৈতিক প্রক্রিয়ার নামে তালিবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তালিবানি ফতোয়া মেনে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের এই ভূমিকা ন্যক্কারজনক, মহিলাদের প্রতি চরম অবমাননাকর।
অভয়া মঞ্চ মহিলাদের প্রতি এই দুই সরকারের অপমানজনক মনোভাবকে তীব্র ধিক্কার জানাচ্ছে। অর্ধেক আকাশজুড়ে নারী, এই ভাবনায় যারাই আঘাত করবেন তাদের বিরুদ্ধে অভয়া মঞ্চে’র লড়াই জারি থাকবে।