আপনি একজন নাগরিক। মিছিল, মিটিং,সভা করার আপনার আমার গণতান্ত্রিক অধিকার। এমনকি একথাও স্বীকৃত বিষয় জনজীবন ব্যহত বা আইনশৃঙ্খলা বিঘ্নিত না করে কোনো প্রতিবাদ করলে পুলিশ হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু মমতা ব্যানার্জির আমলের পুলিশ এটাও মানেনা।যেমন পাঁচ অক্টোবর অভয়া মঞ্চের দুজন কর্মী সুতপা ভট্টাচার্য ও দেবজ্যোতি দাশগুপ্তকে পুলিশ গ্রেপ্তার করে প্রেসক্লাবের সামনে থেকে।
তাদের অপরাধ কি?
তারা মারপিট করছিল? না।
কোন অবরোধ বা সরকারি কাজে বাধা দিচ্ছিল? না।
কোন হিংসাত্মক কার্যকলাপে যুক্ত ছিল? না।
তবে গ্রেপ্তার কেন?
কার্নিভালের নামে নাচাগানার নীরব প্রতিবাদ হিসেবে একজন অভয়া মঞ্চের ব্যাজ পড়ে ও আরো একজন শিঁরদাড়া বিক্রি নেই লেখা সমেত একটা গেঞ্জি পরেছিল। তাও সহ্য হয়নি কোলকাতা পুলিশের। মূল অনুষ্ঠান থেকে অনেক দূরে প্রেস ক্লাবের সামনে থেকে কোলকাতা পুলিশ গ্রেপ্তার করে।
আমরা” হীরক রাজা দেশে”সিনেমায় দেখেছি।
হীরক রানীর রাজ্য চোখের সামনে দেখছি। সিনেমায় নয়।