Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সোনম ওয়াংচুক সম্পর্কে জানার কথা

Oplus_16908288
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • October 5, 2025
  • 6:39 am
  • No Comments

সোনম ওয়াংচুক ১৯৬৬ সালের ১লা সেপ্টেম্বর লাদাখের আলচি গ্রামের কাছে জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামে কোনো স্কুল ছিল না, তাই নয় বছর বয়স পর্যন্ত মায়ের কাছেই শিক্ষা গ্রহণ করেছিলেন। পরে তাঁকে শ্রীনগরে পাঠানো হয় স্কুলিং এর জন্য, যেখানে ভাষা ও সংস্কৃতিগত পার্থক্যের কারণে শুরুতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সোনম ১৯৮৭ সালে শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (তৎকালীন রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ) থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হন। পরবর্তীতে তিনি ফ্রান্সের গ্রেনোব্‌ল শহরে ক্রাটেরে স্কুল অফ আর্কিটেকচার থেকে Earthen Architecture বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন।

১৯৮৮ সালে তিনি সহপাঠীদের নিয়ে প্রতিষ্ঠা করেন SECMOL (Students’ Educational and Cultural Movement of Ladakh)। এই সংগঠনের লক্ষ্য ছিল লাদাখের শিক্ষা ব্যবস্থাকে স্থানীয় চাহিদা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা। পরে তিনি ‘অপারেশন নিউ হোপ’ কর্মসূচি চালু করেন, যা গ্রাম, সরকার ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগে সরকারি বিদ্যালয়গুলোর সংস্কার আনে।

১৯৯৩ সালের জুন মাস থেকে ২০০৫ সালের আগস্ট পর্যন্ত সোনম ওয়াংচুক লাদাখের একমাত্র প্রিন্ট ম্যাগাজিন ‘লাদাগস মেলং’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। ২০০১ সালে তিনি হিল কাউন্সিল সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ২০০২ সালে তিনি অন্যান্য এনজিও প্রধানদের সঙ্গে মিলে লাদাখ ভলান্টারি নেটওয়ার্ক (LVN) প্রতিষ্ঠা করেন এবং ২০০৫ সাল পর্যন্ত এর কার্যনির্বাহী কমিটিতে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি লাদাখ হিল কাউন্সিল সরকারের ভিশন ডকুমেন্ট ‘Ladakh 2025’-এর খসড়া প্রণয়ন কমিটিতে নিযুক্ত হন এবং সেখানে শিক্ষা ও পর্যটন নীতিমালা প্রণয়নের দায়িত্ব পান। ২০০৫ সালে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আনুষ্ঠানিকভাবে এই নথি প্রকাশ করেন। একই বছরে, ওয়াংচুককে ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে প্রাথমিক শিক্ষার জন্য গঠিত জাতীয় পর্ষদে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০১৩ সালের শেষের দিকে সোনম ওয়াংচুক “আইস স্তূপা” নামক একটি প্রোটোটাইপ আবিষ্কার ও নির্মাণ করেন। এটি এক ধরনের কৃত্রিম হিমবাহ, যেখানে শীতকালে নষ্ট হয়ে যাওয়া ঝরনার জলকে বিশাল বরফের শঙ্কু বা স্তূপ আকারে সংরক্ষণ করা হয় এবং বসন্তের শেষে ধীরে ধীরে গলতে শুরু করলে সেই জল কৃষকদের জন্য প্রয়োজনীয় সময়ে সেচের কাজে ব্যবহার করা যায়।

২০১৩ সালে তাঁকে জম্মু ও কাশ্মীর স্টেট বোর্ড অফ স্কুল এডুকেশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৪ সালে তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যের শিক্ষা নীতি ও ভিশন ডকুমেন্ট প্রণয়নের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেলে সদস্য হিসেবে নিযুক্ত হন।

২০১৫ সাল থেকে সোনম ওয়াংচুক হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস প্রতিষ্ঠার কাজে হাত দেন। তাঁর উদ্বেগ ছিল যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো, বাস্তব জীবনের প্রয়োজনের সাথে প্রাসঙ্গিকতা হারাচ্ছে।

২০১৬ সালে তিনি ‘FarmStays Ladakh’ নামে একটি প্রকল্প শুরু করেন, যার মাধ্যমে পর্যটকরা লাদাখের স্থানীয় পরিবারে থেকে তাদের সংস্কৃতি ও জীবনযাপন অভিজ্ঞতা করতে পারেন। এই প্রকল্পটি মূলত স্থানীয় মায়েদের ও মধ্যবয়সী মহিলাদের দ্বারা পরিচালিত হয়।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সোনম ওয়াংচুক ভারতীয় সেনাবাহিনীর জন্য সৌরশক্তি চালিত তাঁবু তৈরি করেন। প্রতিটি তাঁবুতে প্রায় ১০ জন সেনা থাকতে পারেন। ওয়াংচুকের মতে, তিনি এই উদ্ভাবনের ধারণা পান যখন জানতে পারেন যে প্রায় ৫০,০০০ ভারতীয় সেনা কঠিন আবহাওয়ার পরিস্থিতিতে উচ্চভূমি এলাকায় কর্মরত আছেন। এই আবিষ্কার দিনে সূর্যালোক থেকে তাপশক্তি সঞ্চয় করে এবং সেই শক্তি রাতে ব্যবহার করে তাঁবুকে উষ্ণ রাখে।

তিনি ২০০২ সালে Ashoka Fellowship, ২০১৬ সালে Rolex Awards for Enterprise, ২০১৭ সালে Global Award for Sustainable Architecture, ২০১৮ সালে রামন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হন। তাঁর জীবন ও কাজকে ঘিরেই আংশিক অনুপ্রাণিত হয়ে তৈরি হয় বলিউড চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এর ‘ফুনসুখ ওয়াংডু’ চরিত্র।

কিন্তু এই পোড়া দেশে তার কপালে একটা পদ্মশ্রীও জোটে না, জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন কমিটিতেও তার জায়গা হয়না। চাইলে তিনি নিজেরটুকু বুঝে নিয়ে বিদেশের কোনো শহরে আরামের জীবন কাটাতে পারতেন, কিন্তু নিজের লোকেদের জন্য কিছু করার বাসনা যে বড় তীব্র।

বিজেপি ২০২০ সালের লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল, লেহ নির্বাচনের ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা ২৬টি আসনের মধ্যে ১৫টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। কিন্তু দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি।

এই বছরের নির্বাচনের আগে সোনম ওয়াংচুক শুধু একটি সঠিক ও সৎ প্রশ্ন তুলেছিলেন: “কোথায় সেই প্রতিশ্রুতি যা তোমরা দিয়েছিলে?” — সেই প্রশ্ন, যা আমাদের অধিকাংশই সরকারের কাছে করতে ভয় পাই।

আর ফলাফল কী হলো? এক সময় যে মানুষকে নায়ক, সংস্কারক ও আশার প্রতীক হিসেবে দেখা হতো, রাতারাতি তাকেই দেশদ্রোহী, ‘অ্যান্টি-ন্যাশনাল’ আখ্যা দেওয়া হলো। ক্ষমতাসীনদের সামনে সত্য বলা কত সহজেই প্রশংসাকে নিন্দায়, শ্রদ্ধাকে অপমানে পরিণত করে দেয়। সোনম আজ জাতীয় সুরক্ষা আইনের আওতায় হেফাজতে। ED, CBI সবই লেলিয়ে দেওয়া হয়েছে। সরকারের সুরে যতদিন সুর মিলেছে, ততদিন সব ছিল ঠিক। আজ চার বছর আগের হিসেবে তিন লাখ টাকা গড়মিলের অজুহাতে লাইসেন্স বাতিল হচ্ছে। সরকারের লিজে দেওয়া জমি রাতারাতি ফিরিয়ে নেওয়া হচ্ছে।

ক্ষমতা আজীবন থাকবে না। কিন্তু এই দেশ থাকবে। এই দেশের মানুষ থাকবে। মানুষ সব মনে রাখবে।

সংগৃহীত

PrevPreviousছিন্নমূল
Nextজেন গুডল – এক সমর্পিত প্রকৃতিবিদNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জেন গুডল – এক সমর্পিত প্রকৃতিবিদ

October 5, 2025 No Comments

বেশ কয়েক বছর আগে জেন কে নিয়ে একটা নিবন্ধ লিখেছিলাম। আজ, অক্টোবর ১,২০২৫, ৯১ বছর বয়সে তাঁর প্রয়াণের খবরটা পড়ে শোকগ্রস্ত মনে আবারও তাঁর কথা

ছিন্নমূল

October 5, 2025 No Comments

শেকড় কেটে ঘর ভাসিয়ে দেশকে ছেড়ে বেরোয় কে আর তবুও জীবন নিরুদ্দেশের লক্ষ‍্যে নেওয়ার মানুষ দেদার, জন্মভূমি জন্ম থেকেই ভিত করে দেয় চোরাবালি, ঘর বলে

ম্যায় সময় হুঁ

October 4, 2025 No Comments

সময়কে আমি একটুও ভালবাসি না। আসলে এমন ছটফটে, পলায়নী মনোবৃত্তি সম্পন্ন লোককে আমার একটুও পছন্দ নয়। ধরে বেঁধে, খোশামোদ করে, ভয় দেখিয়ে কোনওভাবেই যাকে আটকে

‘ফ্লোটিলা’ নৌবহর কি গাজায় ইজরায়েলের অবরোধ ভাঙতে পারবে?

October 4, 2025 No Comments

ইহুদিরা তাদের নিজের দেশ ইসরায়েল পেয়ে গিয়েছে বহুদিন। কিন্তু প্যলেস্টাইনে তাদের দাদাগিরি অব্যাহত। বহু বছর ধরেই গাজা একটা মুক্ত কারাগার, যার চারপাশ দখল করে রেখেছে

“গান স্যালুট”

October 4, 2025 No Comments

বিকেল পাঁচটা’র সময় সেদিন এক খুনির হাতে ধরা ইতালিয়ান পিস্তল থেকে গুলি ছুটে গিয়ে গিয়ে ফুঁড়ে দিয়েছিল এক অশক্ত বৃদ্ধের শরীর। বেরেটা সেমি অটোম্যাটিক মডেল

সাম্প্রতিক পোস্ট

জেন গুডল – এক সমর্পিত প্রকৃতিবিদ

Somnath Mukhopadhyay October 5, 2025

সোনম ওয়াংচুক সম্পর্কে জানার কথা

Doctors' Dialogue October 5, 2025

ছিন্নমূল

Arya Tirtha October 5, 2025

ম্যায় সময় হুঁ

Dr. Sukanya Bandopadhyay October 4, 2025

‘ফ্লোটিলা’ নৌবহর কি গাজায় ইজরায়েলের অবরোধ ভাঙতে পারবে?

Pallab Kirtania October 4, 2025

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

581249
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]