বিচার বিচার
বিচার হল না অভয়ার
যে বিশ্ব একদিন
হয়েছিল সোচ্চার
অভয়ার তাজ্জব
বিচার দেখে
আইনের বই খুলে
দেখে বারবার l
হ’ত যদি ধনীর বেটি
দেখতো বিশ্ববাসী
ঝুলছে রাম, ঝুলছে শ্যাম
গলায় তাদের ফাঁসি l
ধর্ষণ খুন করল যারা
বুদ্ধির কৌশলে
ছাড়া পেল তারা l
মায়ের হৃৎপিন্ডটা
ছিঁড়ে ফেঁড়ে দিয়ে
অভয়াকে কেড়ে নিয়ে
দিল পুড়িয়ে তারে,
ন’ মাস দশ দিন গর্ভে ধরে
জন্ম দিল যারে
মায়ের দেওয়া নামটিও
কেড়ে নিয়ে বঞ্চিত করল তারে ll
সহযোদ্ধা শ্রদ্ধেয় বিশ্বনাথ দা আমাদের সকলের কাছে একজন অনুপ্রেরণা। ৯২ বছর বয়সে উনি অভয়া আন্দোলনে প্রত্যক্ষ ভাবে বার বার সামিল হয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে। কখনও WBJDF এর অনশন মঞ্চে তো কখনও JPD ও অভয়া মঞ্চের ডাকা অবস্থান মঞ্চে। বারংবার বারণ করা সত্ত্বেও উনি এসেছেন, আসতে না পারলে phone করে আন্দোলনের খবর নিয়েছেন। ওনার কাছে সত্যিই বয়স টা একটা সংখ্যা মাত্র। প্রবল ইচ্ছাশক্তি তে ভরপুর একজন যোদ্ধা, যিনি সর্বক্ষণ অভয়ার ন্যায়বিচারের জন্য প্রার্থনা করে যাচ্ছেন, কখনও শাসকের বিরুদ্ধে ওনার তীব্র ঘৃণা ব্যক্ত করছেন। উনি তাই আমাদের কাছে প্রণম্য, একজন দৃষ্টান্ত।