এত ব্যথাভরা অনিশ্চয়তা, তবু বলে দিতে পারি,
নিয়মানুসারে হাজিরা দেবেই একুশে ফেব্রুয়ারি।
চোয়ালশক্ত প্রতিজ্ঞাভরা রক্তের কথকতা,
সেই যে একুশে, যাকে বুকে পুষে এসেছিল স্বাধীনতা!
ফতোয়া এসেছে, ক্যালেন্ডারের এই তারিখটা বাদ।
আমাদের প্রিয় আবেগকে নিয়ে খেলছে মৌলবাদ।
তারা ঠিক জানে, বাংলা ভাষার কোথায় কতটা পাপ।
কতটা ধর্ম আরক মেশালে জমে যাবে সংলাপ।
পৌত্তলিকতা কীরকম মিশে আছে রবীন্দ্রগানে,
নিখুঁত হিসেব আলেম হুজুর মোল্লাতন্ত্র জানে।
আমার সোনার বাংলা গাইলে গুনাহ্ ঘটে বুঝি ফের!
কাজি নজরুল? কেতাব মানলে তিনিও ঘোর কাফের।
প্রাণ চলে যায় রাজাকার আর তালিবানদের কোপে।
মুক্ত চিন্তা রয়ে যাবে তবু মগজের খোপে খোপে।
বর্ণমালার জন্যে লড়াই, থাক চিরকাল জারি।
আবারও শপথে গর্জে উঠুক একুশে ফেব্রুয়ারি।