প্রতিবাদী শব্দগুলি যেই গেল কানে,
অমনি রাক্ষসী বক্ষ অনুতাপবাণে
বিঁধিয়া কাঁদিয়া উঠে। মুদিয়া নয়ন
“নারায়ণ নারায়ণ’ করিল স্মরণ।
ভাতাটি বর্ধিত হল প্রতিবাদীদের
বানানো অশুদ্ধ কথা বলা হল ঢের।
লোক দেখানিয়া প্রেমে এবে সর্বদেহে
প্রতারক বাণী কিছু বুলাইল স্নেহে।
নিগমেরে ডাকি ধীরে চুপি চুপি কয়,
এটা উৎকোচ, তুমি জানিও নিশ্চয়।
★