প্রেস বিজ্ঞপ্তি
এপ্রিল ৭, ২০২৫
গণমাধ্যম কর্মীদের উপর পুলিশের নৃশংসতা নিন্দনীয়: গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা গণতন্ত্রের জন্য অপরিহার্য
আমরা সম্প্রতি ঘটে যাওয়া গণমাধ্যম কর্মীদের ওপর পুলিশের নৃশংস কার্যকলাপ দেখে গভীরভাবে শঙ্কিত এবং ক্ষুব্ধ। গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যে নৃশংসতার শিকার হয়েছেন, তা শুধু মৌলিক অধিকার লঙ্ঘনই নয়, গণতন্ত্রের মূল স্তম্ভগুলির ওপর আঘাত। একটি উন্মুক্ত, সুষ্ঠু এবং স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের প্রধান ভিত্তি, এবং তা ক্ষুণ্ন করার চেষ্টা অনভিপ্রেত।
মুদ্রণ, অডিওভিজুয়াল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা সাংবাদিকরা সমাজের বিবেক হিসেবে কাজ করেন, ক্ষমতাধরদের জবাবদিহিতা নিশ্চিত করেন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। তাদের কাজ বন্ধ করার যে কোনো প্রচেষ্টা, তা হোক হুমকি কিংবা সহিংসতার মাধ্যমে, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আঘাত এবং নাগরিকদের তথ্যের অধিকার লঙ্ঘন।
এই জঘন্য কাজগুলো অগ্রহণযোগ্য এবং অবিলম্বে একটি স্বচ্ছ তদন্ত প্রয়োজন। যারা এই নৃশংসতার জন্য দায়ী, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে গণমাধ্যম কর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।
গণমাধ্যমকে হয়রানি, চাপ বা সহিংসতা ছাড়াই তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করার জন্য একটি নিরাপদ এবং নিরপেক্ষ পরিবেশ প্রদান করা প্রয়োজন। গণতন্ত্র কখনোই উন্নতি করতে পারে না যখন তার গণমাধ্যম সঙ্কটে থাকে।
ন্যায়বিচারের জন্য আমাদের সম্মিলিত কণ্ঠ হিসেবে, আমরা নাগরিক সমাজ, আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার রক্ষকদের প্রতি আহ্বান জানাই যে তারা গণমাধ্যমের সঙ্গে সংহতি বজায় রাখুন এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করুন। চলুন, এই ধরনের ঘটনা কেবল নিন্দিতই নয়, তা প্রতিরোধ করতেও কাজ করি।
আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সংরক্ষণ এবং সকল ব্যক্তির অধিকার রক্ষার প্রতি অবিচল প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষত যারা সত্য এবং জবাবদিহিতা তুলে ধরেন।
পুণ্যব্রত গুণ
মনিষা আদক
তমোনাশ চৌধুরী
কনভেনর, অভয়া মঞ্চ