পৃথিবীতে মানুষের জীবিকার থেকেও তার ইন্টেনশনটা বেশি ইম্পর্ট্যান্ট।
একজন ডাক্তার আপাতভাবে খুব ভালো মনে হতে পারেন। কিন্তু তিনি মনে মনে ঠিক চান যে আপনি অসুস্থ হন, তবেই তো ওনার কাছে যাবেন। একজন শিক্ষক চান আপনার ছেলেমেয়ে নিজে পড়ে কিছু উদ্ধার করতে না পারুক, তবেই তাঁদের গুরুত্ব থাকবে। উকিল চান, আপনি কিছু আইনি সমস্যায় ফাঁসুন, দিয়ে ওনাদের দ্বারস্থ হন।
কিন্তু একজন প্রকৃত তৃণমূল নেতা চান আপনার টাকাপয়সা হোক, তবে তো আপনি কাটমানি দেবেন! আপনার জমিবাড়ি হোক, তবে তো স্কোয়ার ফুটে পয়সা দেবেন। আপনার সন্তান সন্ততি হোক, তবে তো আপনার মেয়েদের শ্লীলতাহানি করতে পারবে…
সেরকমই একজন বিজেপি নেতা চান আপনারা লবীন্দনাথের লেখা পড়ুন। বাঙালি পড়া ছেড়ে দিয়েছে, অন্তত আমি তো দিয়েইছি। বাংলাদেশের জাতীয় সংগীত আমি চার লাইন জানতাম, এই বিতর্ক সৃষ্টি না হলে এত ভালো সৃষ্টি আমার আলস্যে আমার অগোচরেই থেকে যেতো!
এইজন্য আমি তৃণমূল আর বিজেপিকে এত ভালবাসি! এরা মানুষের ভালো চায়। সর্বোপরি এরা যদি শিক্ষিত মার্জিত হয়ে যায় তাহলে সিপিএম ই বা জমি পাবে কী করে! তৃণমূল, বিজেপি বেঁচে থাক, পৃথিবীতে ব্যালেন্সের জন্য এদের দরকার খুব 















