২০২৪ এর ৯ আগস্ট আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে ও বিশ্বে যে আন্দোলন শুরু হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল অভয়া। তার বিচারের দাবিতে, তার ধর্ষক ও হত্যাকারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি, হত্যার ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের শাস্তির দাবিতে শুরুতে চিকিৎসকরা আন্দোলিত হলেও, অল্প কয়েকদিনের মধ্যে তা এক গণআন্দোলনের রূপ নেয়।
ডক্টরস ডায়লগ বিশ্বস্ততার সঙ্গে এই আন্দোলনের খবর দিতে থেকেছে, এখনো দিচ্ছে। নিরপেক্ষ থাকার চেষ্টা করেনি এই ওয়েব ম্যাগাজিন, পক্ষ নিয়েছে, ন্যায়ের পক্ষ।
অভয়া আন্দোলনের বয়স ১৭ মাস হল। এই সময়ে আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং অ চিকিৎসক কর্মীরা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধগুলি আছে অভয়া আন্দোলন দ্রোহের দলিলএই বইয়ে। আর আছে অভয়া মঞ্চের দাবি সনদ, অভয়া মঞ্চের কার্য বিবরণী এবং প্রশ্নোত্তরে অভয়া মঞ্চের তিনজন আহবায়কের ভাবনা। চলমান আন্দোলনের কাজে লাগবে এই সংকলন আর ভবিষ্যতের জন্য ইতিহাসের দলিলও হয়ে থাকবে।









