২২/০১/২৬, বৃহস্পতিবার
রাজীব কলোনী, বাঁকড়া ৩ নং পঞ্চায়েত, থানা ডোমজুড়, হাওড়া, সাত বছরের মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার মানুষ ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। ও দিন পাশেই মামার বাড়িতে যাওয়ার সময় ঘটনা ঘটে।
এলাকায় নির্যাতিতার পরিবারের সদস্যদের পুলিশ ও শাসকদের লোকজন ঘিরে রেখেছে। এবং এফ আই আর কপি আমাদের পাঠালেও ভয়ে এবং প্রলোভনের কাছে কিছু প্রতিশ্রুতি পেয়ে দেখা করতে দ্বিধাবোধ করলেও, অভয়া মঞ্চের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন এবং পুলিশ এবং শাসক দলের মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে লড়াই করে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করতে অভয়া মঞ্চ পাশে থাকবে এই প্রতিশ্রুতি দেওয়ার পর পরিবারের সদস্যরা ভালোভাবে কথা বলেন, বিচার না পেলে আমাদের সাথে যোগাযোগ করবেন বলে কথা দেন। ওখানেই ৭০ জনের জমায়েত থেকে মাইক ব্যবহার করে অভয়া থেকে তামান্না, কামদুনি থেকে রাজীব কলোনী ঘটনার তীব্র নিন্দা করা হয় এবং পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে আবেদন করা হয়।










