“অভয়া মঞ্চ” নামটি আজ ধীরে হলেও সাধারণ মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিচ্ছে। সাম্প্রতিক ভারতের ঘটমান আর্থ- রাজনৈতিক প্রেক্ষিতে এই বিষয়টি এক অভূতপূর্ব ঘটনা বললে,খুব একটা ভুল বলা হবে না।
কোনো রকম দলীয় রাজনীতির গলগ্ৰহ হয়ে গণ আন্দোলন বিকশিত করবার চেনা প্রচলিত ছকের বাইরে অভয়া মঞ্চ এগিয়ে চলেছে। ভারতীয় রাজনীতির ক্ষেত্রে, নাগরিক সমাজের এইরকম আন্দোলন ইতিপূর্বে দেখা যায় নি।
আজ অভয়া মঞ্চের আন্দোলন দেশের যে মৌলিক সমস্যা ও তার নিরসনের ন্যায়সঙ্গত দাবী তুলেছে তা দেশের সংসদীয় গণতন্ত্রের তথাকথিত নীতি প্রণেতাদের কাছে একটা ভয়ংকর আক্রমণই বটে!
অভয়া মঞ্চ কোনো রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক দল নয়, একটা দল – নিরপেক্ষ প্ল্যাটফর্ম মাত্র। এই প্ল্যাটফর্ম যেভাবে তার স্বকীয়তা বজায় রেখে লড়াইয়ের ময়দানে দৃপ্ততার সাথে আছে, তাতে ভবিষ্যতে যে এই আন্দোলন যে একটা বৃহত্তর গণ আন্দোলনের ভিত্তি ভূমি তৈরী করবে না, তা কিন্তু বলা যায় না!
তবে আমাদের মধ্যেও মাঝে মাঝে একটা শহুরে এলিটিসট ভাবনা আসছে, একে দানা বাঁধতে দেওয়া যাবে না। একেবারে প্রান্তিক মানুষ, নিম্ন বর্গীয় মানুষ, যারা পাশবিক আক্রমণের সহজ শিকার, তাদের থেকে এখনও আমরা অনেক অনেক দূরে। আসলে আমরা যারা অভয়া মঞ্চের লড়াইতে সামিল হয়েছি, নিজেদের “আমিত্ব” বর্জন কতটা করতে পেরেছি, তার ধারাবাহিক মূল্যায়ন করতে হবে নিজেদেরকেই।
বাহবা পাওয়ার জন্য, অভয়া মঞ্চের কাজ, আলোচনার ফোকাসে আসবার জন্য কাজ, এই ধরনের মানসিকতাকে বর্জন করে আমি বা আমরা সকলে আন্দোলনে আসি নি। আমার মাঝে থাকা পশ্চাদপদ মধ্যবিত্ত মানসিকতা কে পুরোপুরি বর্জন করতে তো পারি নি! তাই মাঝে মাঝে আমাদের গতিপথে অবশ্যই বাধা আসবে,আসতে বাধ্য। আমরা সম্মিলিত চেতনার মধ্য দিয়েই এই অপশক্তিকে রুখবো।
মনে রাখতেই হবে, অভয়া মঞ্চের আন্দোলন, এখন নিছক মিছিল করা নয়; অভয়া চলে গিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, আমরা কোথায় আছি! হাজারো অমানবিক হায়না ওৎ পেতে আছে। আমাদের শাহরিক গন্ডী অতিক্রম করতেই হবে সত্ত্বর। বসতী এলাকা, গ্রাম এলাকা, কল- কারখানার মজদুর দের বসতি এলাকায় অসহায় নাগরিক দের বাঁচবার অধিকারের জন্য এগোনোর সময় আসছে। হ্যাঁ, সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। এই লড়াইতে ডাক্তার, মাস্টার, দিদিমনি, ইঞ্জিনিয়ার, উকিল, চাষী, মজদুর, ছাত্র, যুব, মহিলা, বৃদ্ধ সবাই এক সারিতে।
দেশে মানবাধিকার রক্ষা র আন্দোলন, নারীর মানুষ হিসেবে মর্যাদার লড়াই, দেশের সম্পদ লুন্ঠনের বিরুদ্ধে লড়াই সব ক্ষেত্রে মরণপণ লড়াইয়ের দিন আসছে। অভয়া মঞ্চ সেই লড়াইয়ের ময়দানের ভিত্তিভূমি শক্ত করছে। তাই এই মঞ্চকে চোখের মণির মতো আগলে নিয়েই এগোতে হবে।











