১১ অক্টোবর ২০২৫
সিজার করার জন্য OT তে ঢোকানর আগে সিস্টারের হাত’টা একটু বেশি শক্ত করেই ধরে আছে আসন্ন প্রসবা মা। চোখের কোনে দুই বিন্দু জল। এর আগের দুটি সন্তান। দুটি ই মেয়ে। তৃতীয়বার কন্যা সন্তান হলে, প্রকৃত উত্তরাধিকারীর জন্ম দিতে ব্যার্থ হলে, স্বামী, শ্বশুর শ্বাশুড়ি কি করবে সেই আভাস পাওয়াতেই চোখে জল।
উত্তরাধিকার প্রসঙ্গে বিজ্ঞান কি বলছে, একটিবার দেখে নেওয়া যাক। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে নতুন জীবন সৃষ্টির সময় অর্থাৎ নিষিক্তকরণের সময় মাইটোকন্ড্রিয়া কেবল মায়ের কাছ থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। এটি ঘটে কারণ শুক্রাণুর মাইটোকন্ড্রিয়া সাধারণত ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে না। যেহেতু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ (mtDNA) মায়ের কাছ থেকে আসে, তাই মাইটোকন্ড্রিয়াল জিনগত উত্তরাধিকার মূলত মহিলাদের মাধ্যমে ঘটে থাকে। তাই, মাইটোকন্ড্রিয়াল জিনোমের সাথে মহিলাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সেই OT এর দরজায় অপেক্ষমান মা এসব জানেন না, জানে না তার বাড়ির লোক।
তারা এটাও জানে না যে ঘটনাচক্রে যিনি অপারেশন করবেন সেই সার্জন একজন মহিলা, বিলেত ফেরত ডিগ্রিধারী, যিনি অজ্ঞান করবেন সেই ডাক্তারও মহিলা, দেশের সর্বোচ্চ মানের মেডিক্যাল কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, এমনকি ওই হাসপাতালের সুপারও মহিলা, ইন্টারন্যাশনাল জার্নালে যার এগারোটা পেপার ইতিমধ্যে প্রকাশিত। রাজ্যের কর্ণধার একজন মহিলা এমনকি দেশের সর্বোচ্চ পদেও বসে আছেন একজন মহিলা। তবুও চোখে জল।
আজ আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। শিশু কন্যা – মানবজাতির ধারক ও বাহক। আজকের দিনটা তাদের হোক।
দূর্দান্ত লিখেছো ❤️😔😔🙏🩵
কি ভালো ♥️🥰😍