দেশের একজন নাগরিক এবং একজন বৈধ ভোটার হিসেবে আমার দাবি এবং ন্যায্য পাওনা যে
(১) আমার নাম ভোটার তালিকায় থাকুক যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারি,
(২) ভুয়ো ভোটার, মৃত ভোটার, ভিন দেশের নাগরিক সহ সব ধরনের অবৈধ ভোটারের নাম এই তালিকা থেকে বাদ যাক যাতে আমার দেওয়া ভোটের যথাযথ মূল্য বজায় থাকে;
(৩) যাদের নাম বাদ গেল তারা যাতে আইনানুগ পদ্ধতি মেনে আবেদন করতে পারেন, শুনানিতে যেতে পারেন সেটা সুনিশ্চিত করতে হবে।
(৪) একই কারণে নতুন বৈধ ভোটারদের নাম এই তালিকায় তোলা হোক।
(৫) যারা বৈধ, তাদের একজনের নাম ও যেন বাদ না যায়, যাদের নাম উঠলো না , তারা যাতে আইনানুগ পদ্ধতি মেনে আবেদন করতে পারেন, শুনানিতে যেতে পারেন সেটা সুনিশ্চিত করতে হবে।
আমার এই চাওয়া পাওয়ার প্রেক্ষিতে ভোটার তালিকা সংশোধনের যে কাজ আমার রাজ্যে শুরু হয়েছে সেই ২০০২-৩ সালের পর সেই কাজকে স্বাগত জানাচ্ছি। সেই কাজে যুক্ত সরকারি কর্মচারীরা যাতে নির্বিঘ্নে, ভয়ভীতি পক্ষপাতহীন ভাবে কাজ করতে পারে তার জন্য সর্বস্তরে প্রশাসনকে, রাজনৈতিক দলগুলিকে আবেদন জানাচ্ছি। ভোটার তালিকা সংশোধনের কাজ একটি সংবিধান স্বীকৃত অনিবার্যতা। এটি বাদ দেওয়া, বানচাল করার চেষ্টা বা একে পক্ষপাতদুষ্ট করে তোলার চেষ্টা করলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে। তাই সজাগ থেকে এই প্রক্রিয়া সফল করার জন্য সহ নাগরিকদের কাছে আবেদন রাখছি। আমার চাওয়া পাওয়া, আশা আকাঙ্খার কথা লিখলাম। এর বাইরে আপনার যদি কিছু থাকে সেটাও লিখুন।













বেশ। কিন্তু এর বাইরেও কি ইলেকট্রনিক ভোটিং মেশিন,এই বৈধ অবৈধতার মান রাখতে পারবে!!
সেটাই দেখার।আর যে রাজনৈতিক দল বা দলটি অথবা দলগুলি এর ফলে অকারণ এই সুযোগে আকাশ কুসুম নিজেদের জেতা র আশা দেখছে।তারা গোটা বই টা থরোলি না পড়ে , নিজের বা নিজেদের মজবুত অনুশীলন সংঘটিত না করে ,খালি এ্যকুয়েট সাজেশন বা ডোরেমন নমিতার গ্যাজেটের ওপর ভাগ্য নির্ধারণ করে বসে আছে।