আজ রাত্রে টের পেলাম, রসবেত্তা হয়ে উঠেছি,
নিছক বারটেন্ডার নই,
আমাকে নিপুণ কনোস্যেয়ার বা সুচারু মিক্সোলজিস্টও বলতে পারো
দারুণ ককটেল এক,
সোডিয়াম ভেপারের মাঝে কিছুটা জ্যোৎস্না মিশিয়ে
সদ্য বানিয়েছি।
চারপাশ রসালো ব্যান্ড ও তুবড়ির মত
প্রাণের দাম হোমগার্ডের চাকরি
আর রাত্রিতে বেরোনোর দাম ধর্ষণ
এই রাত্রে সোনালি ককটেলের সঙ্গে ভারি মনোরম লাগছে
এই সব খবরের চাট।
জীবন প্রকৃত পক্ষে
সিংগল মল্টের মত সুক্ষ্ম ও জটিল
এর সঙ্গে এটা ওটা মিশিয়ে ককটেল না বানানো ভালো।
তবু এতে মিশিয়েছি ভালোবাসার সুরভিমায়া
আর ঘৃণার আঙ্গোস্টুরা বিটার
কার্নিশে বসেছি পা দুলিয়ে
চাইলেই মৃত্যু দিয়ে গার্নিস করে নেওয়া যেতে পারে।