★
আমাদের পয়সায় সুপ্রিমে পাড়বে সে ডিম।
আইন? সে তো প্রতারণা। কার্নিশে গড়াচ্ছে হিম।
জাগল চন্দ্রচূড়। ফণা জেগে ওঠে সুওমোটো।
মেয়ে খুন হয়ে যায়। হাড়হিম সে ঘটনা ছোটো।
তারপর থেকে চুপ! মুখে তার প্রকৃত কুলুপ।
ডেট থেকে ডেটে ঘোরে আইনের মনোহারি লুপ।
কন্যা পুড়ল দ্রুত। ঝলমল করেছে এমএলএ।
কেউই নিরাপদ নও। প্রজারা সবাই টের পেলে।
প্রমাণ নির্বাপিত। মেনে নাও পাস্ট ইজ্ পাস্ট।
সময়ের রোদে জলে মুছে যাক নয়ই অগাস্ট।
তাও চিৎকার কেন? রাজপথে জাস্টিস চেয়ে
মুঠি তোলে কারা ওই? অবাধ্য কিছু ছেলেমেয়ে।
ওদের শাসন করো। ওদের শেখাও সহবত।
ওদের বুঝিয়ে দাও রাষ্ট্রের হাল হকিকত।
যা ইচ্ছে তাই হবে। প্রশাসন বড়ই কঠিন।
আদালত চত্ত্বরে প্রতারিত কেটে যায় দিন।
মাইনে পায় না ছেলে, নিদারুণ প্রতিশোধ চলে।
আইনের ছায়া নেই পৃথিবীর এই অঞ্চলে।
এখানে জিতেছে ছেলে। রাষ্ট্রের আছে সুপ্রিম।
আইন? মানবার দায় নেবেই না হাট্টিমাটিম।
★











চমৎকার!