হ্যাঁ, ঠিক ই ধরেছেন। আমাদের আউটডোরে রাখা মানুষের মস্তিষ্ক।
এই প্রত্যঙ্গ টি আমাদের সবার খুলির মধ্যে বিদ্যমান। আমাদের মনের মধ্যে নিরন্তর কি ঘটে চলছে সেটার সম্পূর্ণ ম্যাপিং ইনি তৈরি করে দেন।
সবার টাই দেখতে একদম একই রকম।
কিন্তু দেখে বোঝার উপার নেই, কার ভিতরে কি খেলা চলছে!
কার মস্তিষ্কের কেমিক্যাল ব্যালান্স একেবারে ঠিক,আর কারোর পুরোপুরি ঘন্ট পাকিয়ে গিয়েছে।
যেমন আমরা সবাই যখন তিলোত্তমা র সুবিচার চেয়ে আন্দোলনে, তখন আরেক জন বলছেন,চলুন আমরা উৎসব শুরু করি।অনেক তো মিছিল হলো।
মেয়েটার লাশের উপর দাঁড়িয়ে যে এই কথা বলা যায়,তা বাইরে থেকে উনার মস্তিষ্ক দেখেও কিন্তু বোঝা যাবে না।
কারণ চিন্তা ভাবনার লেভেল টাই একেবারে আলাদা।
ক জন মানুষ ভাবতে পারেন এমন!