প্রকাশিত হল একটি ডক্টরস ডায়লগ সংকলন অভয়া আন্দোলন দ্রোহের দলিল।
আর জি কর মেডিকাল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের পর অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং অ-চিকিৎসক কর্মীরা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে ডক্টরস ডায়লগে লেখেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধগুলিকে সংকলন করে বোধিসত্ত্ব প্রকাশনী প্রকাশ করল পুস্তক আকারে।
লেখকদের মধ্যে আছেন ডা জয়ন্ত ভট্টাচার্য, ডা বিষাণ বসু, ডা বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়, ডা পার্থ ভট্টাচার্য, ডা সমুদ্র সেনগুপ্ত, পিয়ালী দে বিশ্বাস, প্রয়াত ডা প্রলয় বসু, ডা অমিত পান, ডা সুকন্যা বন্দ্যোপাধ্যায়, ডা পুণ্যব্রত গুণ, বাপ্পাদিত্য রায়, দীপক পিপলাই, গোপা মুখার্জী, অরিত্র দে এবং দেবাশিস গোস্বামী। এছাড়া আছে অভয়া মঞ্চের আহ্বায়কদের সাক্ষাৎকার, অভয়া মঞ্চের দাবীপত্র, প্রভৃতি গুরুত্বপূর্ণ দলিল। সম্পাদক পুণ্যব্রত গুণ।
৩০০ টাকা দামের এই বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ৩৫০ নম্বরে বোধিসত্ত্ব প্রকাশনীর স্টলে এবং ৬১০ নম্বরে প্রণতি প্রকাশনীর স্টলে।











