আজ ডাক্তারদের দিন! জাতীয় চিকিৎসক দিবস।
আমার মতো অতি সাধারণ ডাক্তারদের এই দিনটা অবশ্য অন্যান্য আর পাঁচটা দিনের মতোই কাটে। বিশেষ কিছু মনেও হয় না। পরিস্থিতি মনে হবার সুযোগ দেয় না। তবে অস্বীকার করবো না, যখন কেউ শুভেচ্ছা জানায়, খুব ভাল লাগে। অবাকও হই, এঁদের মধ্যেই কী কেউ, কখনো, আঙুল তুলবে? ভুল বুঝবে? প্রতি মূহুর্তেই ভয়ে ভয়ে কাটে।
যাগ্গে যাক, আজ অন্তত ও সব ভাববো না…
আজ বরং অন্য কথা বলি…
সত্যজিৎ রায়ের গল্প আমার জীবনে বিশাল একটা জায়গা দখল করে বসে আছে। সেই ছোট্টবেলা থেকে পড়ছি। আজ বুড়ো হয়েও পড়ি, সময় পেলেই…
সত্যজিৎ রায়ের অনেক গল্পে কোন এক চরিত্রকে, ‘ডাক্তার’ বলে উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রেই আবার ডাক্তারবাবুকে দিয়ে চিকিৎসার কথাও বলা হয়েছে, কিন্তু ‘ডাক্তারবাবু’র নামটা দেওয়া নেই। নাম না থাকলে কি করে হবে! কিন্তু যাঁদের নাম আছে…
ডঃ পরেশ চন্দ্র (বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম)
ডঃ তিনকড়ি (বাদুড় বিভীষিকা)
ডঃ লার্কিন (ব্রাউন সাহেবর বাড়ি)
ডঃ ভৌমিক (বাতিকবাবু)
ডঃ নন্দী (বিষ ফুল)
ডঃ রুদ্র (পিন্টুর দাদু)
ডঃ ত্রৈলক্য সেন (বৃহচ্চঞ্চু)
ডঃ মন্মথ (মানপত্র)
ডঃ বিশ্বাস (অপদার্থ)
ডঃ গুপ্ত (মৃগাঙ্কবাবুর ঘটনা)
ডঃ অমিতাভ ব্যানার্জি (ব্রজবুড়ো)
ডঃ পান্ডে (খেলোয়াড় তারিণীখুড়ো)
ডঃ শশী (নরিস সাহেবের বাংলো)
ডঃ ফনি মিত্র (ফেলুদার গোয়েন্দাগিরি)
ডঃ শ্রীবাস্তব (বাদশাহী আংটি)
ডঃ গ্রেহ্যাম (বাদশাহী আংটি)
ডঃ বোস (শেয়াল দেবতার রহস্য)
ডঃ ও এন মুখার্জি (শেয়াল দেবতার রহস্য)
ডঃ চিন্তামণি বসু (সমাদ্দারের চাবি)
ডঃ মুরলীধর সমাদ্দার (সমাদ্দারের চাবি) (মৃত)
ডঃ চার্লস গডউইন (গোরস্থানে সাবধান) (মৃত)
ডঃ শিকদার (গোরস্থানে সাবধান)
ডঃ সেনাপতি (হত্যাপুরী)
ডঃ ভার্গব (হত্যাপুরী)
ডঃ সেনাপতি (হত্যাপুরী)
ডঃ সরকার (গোলকধাম রহস্য)
ডঃ মুখার্জি (যত কান্ড কাঠমান্ডুতে) (মৃত)
ডঃ সৌরীন সোম (নেপোলিয়নের চিঠি)
ডঃ অধীর সেন (এবার কান্ড কেদারনাথে)
ডঃ বর্ধন (দার্জিলিং জমজমাট)
ডঃ হরিনাথ মজুমদার (ভূস্বর্গ ভয়ঙ্কর)
ডঃ রাজেন মুনসী (ডাঃ মুনসীর ডায়রি) (মৃত)
ডঃ প্রণব কর (ডাঃ মুনসীর ডায়রি)
ডঃ জোতির্ময় সেন (লন্ডনে ফেলুদা)
ডঃ বিকাশ দত্ত (লন্ডনে ফেলুদা)
ডঃ নিশানাথ সেন (লন্ডনে ফেলুদা)
ডঃ মজুমদার (লন্ডনে ফেলুদা) (মৃত)
ডঃ মজুমদার (লন্ডনে ফেলুদা) (মৃত)
ডঃ ভৌমিক (গোলাপী মুক্ত রহস্য)
ডঃ সিংহ (রবার্টসনের রুবি)
ডঃ প্রতুল গুহ মজুমদার (প্রোফেসর শঙ্কু ও খোকা)
ডঃ সুরেন (প্রোফেসর শঙ্কু ও ভূত)
ডা. টমাস গিলেট (শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন)
ডঃ হাইনরিখ কুমেল (শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন)
ডঃ ত্রিপুরেশ্বর শঙ্কু (স্বর্ণপর্ণী)
ডঃ সর্বাধিকারী (স্বর্ণপর্ণী)
আপনাদের সকলকে, আজকের দিনে শুভেচ্ছা জানাই। ভালো থাকুন। কেউ বাদ গেলেন কী? একটু দেখুন দিকি…
ওহ্ আরেকটা কথা,
ডঃ দিবাকর (যত কান্ড কাঠমান্ডুতে)
ডঃ অর্ধেন্দু সরকার (জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা)
ডঃ ওয়েবার (শঙ্কুর শনির দশা)
আপনারা আবার এই শুভেচ্ছায়, ভাগ বসাতে যাবেন না যেন। একদম নয়। দূরে থাকুন।
১লা জুলাই, ২০২৪