Knowledge ( Information) is Power
বিদায় ২০২৫। ৩৬৫ দিনে পৃথিবীতো চক্রাকারে সূর্যকে একবার প্রদক্ষিণ করে ফেলল । পৃথিবীর আরোহী হয়ে অনিচ্ছাকৃতভাবে আমারাও বিনে পয়সাতে সূর্যকে একবার ঘুরে ফেললাম-সারা বছর দিনে সূর্যের আলো, রাতে চাঁদের আলো পেলাম। কিন্তু মনটা আলোকিত হলো কি?
২০২৫ কেমন গেলো?
ওয়ার্ল্ড সোশ্যাল রিপোর্ট ২০২৫ -এ বলা হয়েছে, বিশ্বের ৬০ শতাংশ মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে, এবং মানবজাতির ৯৫ শতাংশ মানুষের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি সম্পদ দখলে রেখেছে সবচেয়ে ধনী ১ শতাংশ। প্রায় ৭৩৩ মিলিয়ন মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমোতে যান যা মোট জনসংখ্যার প্রায় প্রতি ১১ জনে ১ জন। এর মধ্যে ১৪৯ মিলিওন শিশু।
গাজায় মারা গেছেন ৭৫ হাজার লোক; ইউক্রেনেও কয়েক হাজার …
দেখা যাক, মাতৃভূমি আর তার প্রতিবেশীরা কেমন আছে? ক্রমবর্ধমান ধর্মীয় উন্মাদনা, আঞ্চলিকতা, আর অশিক্ষা। অশিক্ষিত পটুত্ব বেড়েই চলেছে । কিছু অর্বাচীন লোক, নেতা, এবং এক ছাগলের নিমিত্তে প্রতিবেশির সাথে সম্পর্ক একেবারে তলানিতে। এই খানে আসে সেই আপ্তবাক্যটি – জ্ঞানই শক্তি। জ্ঞান এখন আপনার হাতেই মুঠোয় । গুগুল বাবা আছেন, এ আই আছে। প্রশ্ন করুন, উত্তরকে কাটাছেঁড়া করুন, ভাবুন…। তারপর সিদ্ধান্ত নিন, মন্তব্য করুন -কাল থেকে এই অঙ্গীকারটা করুন আর প্রতিজ্ঞা করুন মানুষকে তার ধর্ম পরিচয় দিয়ে, আঞ্চলিকতা দিয়ে, জাত দিয়ে না দেখে শুধু মাত্র একজন মানুষ হিসাবে দেখবেন। ভেবে দেখুন যে মানুষগুলোকে গনপ্রহারে মেরে ফেলা হোল , সে মানুষগুলো আপনার ভাই বা দাদা হতে পারতো । একবার ভাবুনতো, আপনার ভাই বা দাদাকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে…।
একজন মানুষ হিসাবে আপানারও অনেক অনেক দায়িত্ব আছে। সেগুলোর কিছুটা পালন করলেই , ২০২৬ এ কেউ ‘হ্যাপি নিউ ইয়ার’ জানাক বা না জানাক, দেখবেন ২০২৬ তার পূর্বসুরির চেয়ে ভাল হয়ে উঠেছে ।
HAPPY 2026….










