বিগত ৯ মার্চ ২০২৫ অভয়া হত্যার বিচারহীন ৭ মাস। আর ১লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ির চাকায় শিক্ষার সর্বনাশ। অভয়া মঞ্চের ডাকে পায়ে পা মেলালেন বাংলার নাগরিক সমাজ, ধর্মতলা থেকে রানুছায়া মঞ্চ আর হাজরা মোড় থেকে রানুছায়া মঞ্চ। রানুছায়া মঞ্চে কথাবার্তা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখলেন অভয়ার বাবা-মা, নির্যাতিত প্রয়াত পুলিশ আধিকারিক পঙ্কজ দত্তের স্ত্রী এবং যাদবপুরে আহত ছাত্র ইন্দ্রানুজের বাবা। অনুষ্ঠিত হলো একটি না নাটকও।
ম্যায় সময় হুঁ
সময়কে আমি একটুও ভালবাসি না। আসলে এমন ছটফটে, পলায়নী মনোবৃত্তি সম্পন্ন লোককে আমার একটুও পছন্দ নয়। ধরে বেঁধে, খোশামোদ করে, ভয় দেখিয়ে কোনওভাবেই যাকে আটকে