কুকুরের লেজ কখনো সোজা হয় না। কয়লাকে শতবার ধুলেও তার রঙ একই থাকে। (এটা কোনো অ্যাপারথেইডসূচক কথা হিসেবে বলা হচ্ছে না।) কিছু রোগ আছে, যা আমরা সর্বোৎকৃষ্ট চিকিৎসাতেও সারাতে পারি না। ‘Incorrigible’ শব্দটাকে অল্প বয়সে অন্তর থেকে অপছন্দ করতাম, কিন্তু বেশি বয়সে তার বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়েছি।
সুপ্রিম কোর্টের বক্তব্যকে অগ্রাহ্য করে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর আর জি কর আন্দোলনের প্রতিবাদীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করছেন৷ পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং কাউন্সেলিংয়ে নির্ধারিত পোস্টিংকে এড়িয়ে নিয়মবহির্ভূতভাবে দেবাশীষ হালদার, অনিকেত মাহাত এবং আসফাকুল্লা নাইয়াকে দূরবর্তী অঞ্চলে নিয়োগপত্র দেওয়া হল। এর দুটো উদ্দেশ্য। প্রথমত নিশ্চিত করা, যাতে তাঁরা আর আন্দোলনে অংশগ্রহণ করতে না পারেন স্থানিক দূরত্বের কারণে। দ্বিতীয়ত বর্তমান এবং ভবিষ্যতের সব প্রতিবাদীদের ভয় দেখানো। (যাঁরা এটাকে ‘বদলি’ বলছেন, তাঁরা ভুল বলছেন। এটা ‘বদলি’ নয়, ‘বদলা’ এবং নিয়মবহির্ভূত।)
পাশাপাশি এসএসসি ইস্যুতে রাজ্যের সর্বোচ্চ কর্ত্রীর বক্তব্য থেকে যা বোঝা যাচ্ছে, তা হল, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের কোনো না কোনো একটা চাকরি নিশ্চিত। যেকোনো একটা দপ্তরে তাদের নিয়োগ নিশ্চিত করবেন রাজ্য সরকার এবং তার জন্য কোনো পরীক্ষা দিতে হবে না। কিন্তু যাঁরা ঘুষ দেননি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের আবার পরীক্ষায় বসতে হবে। ঘুষ না দেবার স্পর্ধাকে ক্ষমা করা হবে না।