৩১ শে ডিসেম্বর, ২০২৫
২০০৫ থেকে ২০১০ অবধি ডক্টরস ডায়ালগ নামে একটি প্রিন্ট ম্যাগাজিন মোটামুটি তিন মাস ছাড়া বের হতো। ডাক্তার এবং ডাক্তারি ছাত্র-ছাত্রীদের প্রভাবিত করে এমন সামাজিক রাজনৈতিক এবং আইনি বিষয় নিয়ে আলাপ-আলোচনার মাধ্যম ছিল সেটি। যারা এই ম্যাগাজিন টি বার করতেন তাদের অধিকাংশ শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের সদস্য হলেও সবাই ছিলেন না। কোন একটি নির্দিষ্ট মতের অনুসারী ছিল না এই পত্রিকা, বিভিন্ন মতের আলোচনা, পারস্পরিক বিতর্ক স্থান পেতো এতে। নানা কারণে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
২০১৭ সালে রাজ্য সরকারের নতুন ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর ক্রমবর্ধমান হিংসার পটভূমিকায় বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হতে থাকে। তখন এই ধরনের একটি পত্রিকার প্রয়োজন আবার অনুভূত হয়। শেষ অবধি প্রিন্ট ম্যাগাজিন নয়, নবরূপে ডক্টরস ডায়লগ একটি ওয়েব ম্যাগাজিন যার প্রথম প্রকাশ ২০২০-র ১ লা জানুয়ারি।

কেবল ডাক্তার ও ডাক্তারি ছাত্র-ছাত্রীদের জন্য নয়, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের সঙ্গে জনসাধারণের, চিকিৎসক চিকিৎসা কর্মীদের সঙ্গে রোগীদের যোগাযোগের মাধ্যম এই ওয়েব ম্যাগাজিন। দুই ধরনের মানুষের মধ্যে যে দেওয়াল থাকে সেই দেওয়াল ভাঙতে এসেছিল ডক্টরস ডায়ালগ।
ডক্টরস ডায়ালগের যে পেজগুলি শুরু করা হয় তাদের মধ্যে আছে আরোগ্যের সন্ধানে, ডক্টর অন কল, ছবিতে চিকিৎসা, মা ও শিশু, মন নিয়ে, ডক্টরস ডায়ালগ, ঘরোয়া চিকিৎসা, শরীর যখন সম্পদ, ডক্টরস ডায়েরি, স্বাস্থ্য আন্দোলন, সরকারি খরচ, বাংলার মুখ, বহির্বিশ্ব, তাহাদের কথা, অন্ধকারের উৎস হতে, সম্পাদকীয় এবং ইতিহাসের সরণি।
এই ছয় বছরে গড়ে প্রতিদিন তিনটি করে পোস্ট হয়েছে, আজ অবধি মোট পোষ্টের সংখ্যা ৬৮৮২। যাদের পোস্ট এখানে স্থান পেয়েছে তাদের সংখ্যা ২৪৮। পাঁচ লক্ষ নিরানব্বই হাজার সাতশ দুই জন এই ওয়েব ম্যাগাজিন দেখেছেন।
শুরুর তিন মাসের মধ্যেই এলো কোভিভ কাল। সেই সময় জন শিক্ষার মাধ্যম হিসেবে ডক্টরস ডায়ালগ তার ভূমিকা পালন করেছে। আর ২০২৪ এর ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজে অভয়ার নৃশংস ধর্ষণ ও হত্যার পর প্রথমে চিকিৎসকদের আন্দোলন ও পরে গণ আন্দোলন ছড়িয়ে পড়ে সারা রাজ্যে সারা দেশে। সেই সময় ডক্টরস ডায়ালগের ভূমিকা আন্দোলনের মুখপত্র হিসেবে।
ডক্টরস ডায়ালগে প্রকাশিত রচনাগুলির বেশ কয়েকটি সংকলন প্রকাশিত হয়েছে প্রণতি প্রকাশনী থেকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডক্টরস ডায়েরী প্রথম ও দ্বিতীয় খন্ড, ডায়াবেটিসের অ আ ক খ, উচ্চ রক্তচাপের অ আ ক খ, প্রভৃতি।
স্বাস্থ্যের বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে আলোচনার এক প্রক্রিয়া চালিয়ে আসছে ডক্টরস ডায়ালগ–ফেসবুক লাইভ। ফেসবুক লাইভের ভিডিওগুলি রাখা থাকছে ডক্টরস ডায়ালগের ইউটিউব চ্যানেলে। গত সোমবার, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ডক্টরস ডায়ালগের ১১৮ নম্বর ফেসবুক লাইভ।
যে সামাজিক দায়িত্ব ডক্টরস ডায়ালগ ছয় বছর ধরে পালন করে এসেছে আগামী দিনেও সে পথেই চলবে।










