****************
যদি কখনো হঠাৎ প্রশ্ন করে বসো – কেমন চলছে,
যেমন বলি,
হয়তো কিছু না ভেবেই বলবো – এই চলছে আর কি!
যদিও জানি না – কে কোথায় কি উদ্দেশ্যে চলছে!
যদি বলে বসো – এখন কি করো?
কিছুই না করা ছাড়া আর কিছু যেহেতু করি না, চুপ থেকে যাব অতএব।
যদি বলো –
এখন দিনগুলো যাচ্ছে কি করে ,
তাহলে বলবো –
দিনগুলো চুড়ান্ত হতাশ, ব্যর্থ,
লোভী, হিংস্র আর ছদ্মবেশে সাইকোপ্যাথ !
দিনগুলো ভাত কাপড়ের জোগান দিতে পারেনি অথচ কিল মারার গোঁসাই ,
দিনগুলো কোন শিক্ষার হদিস দিতে পারেনি ,
কর্মসংস্থান দিতে পারেনি,
অধিকার দিতে পারেনি।
মোটের উপর
দিনগুলো মানুষ কে একটুও মানুষ করতে পারেনি।
দিনগুলো প্রাণ ভরে দেখার মত কোন নতুন স্বপ্ন নিয়ে আসেনি, অন্ধকার অতীত আর উদ্দেশ্যহীন ভবিষ্যতের ভেতর হামাগুড়ি দিচ্ছে লোভী দিনগুলো।
অসম্ভব চকচকে ধারালো দিনগুলো এখন, আসতে যেতে শুধুই কেটে যাচ্ছে।
কেটে ফালাফালা করে দিয়ে যাচ্ছে!
এক একটা টুকরো কুড়িয়ে নিয়ে জোড়া লাগাতে চাইছি প্রতি রাতে।
আর রাত – চিরকাল অন্ধকারে খাপ খোলা তরোয়াল!
হঠাৎ ঝলসে ওঠে,
সামনে যাকেই পায় , অসহায় ‘ছোটলোক’ এমনকি নিশ্চিন্ত ‘বড়লোক’ বাবুদের ও – নির্বিচারে কচুকাটা করে কেটে যায়!
এখন এভাবেই দিন কেটে যায়।
এখন এভাবেই রাত কেটে যায়।