আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক হিংসা ও নৈরাজ্যের ঘটনায় অভয়া মঞ্চ ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সেখানে মৌলবাদী শক্তি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক,স্বাধীন চিন্তার মানুষদের উপর ছাড়াও সংখ্যালঘুদের উপর হিংসাত্মক আক্রমণ করেছে। তার ফলশ্রুতিতে একজন শ্রমিকের মৃত্যু হয়। আরও কত শত আক্রমণ সাধারণ মানুষের উপর নামিয়ে আনা হচ্ছে। অভয়া মঞ্চ আরও একবার বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর তীব্র নিন্দা করছে।
এই ঘটনার জেরে ‘বাংলাদেশী’ তকমা লাগিয়ে ওড়িশার সম্বলপুরে খুন করা হলো মুর্শিদাবাদের সূতি থানার চকবাহাদুরের ১৯বছরের যুবক, পরিযায়ী শ্রমিক জুয়েল রানা’কে। অল্প বয়স থেকেই এই যুবক নির্মাণ শ্রমিকের কাজ করেন এবং রাজ্যে কাজের সুযোগ না পেয়ে চার বছর ধরে সম্বলপুরে কাজ করছিলেন জুয়েল। সেখানেই গত বুধবার তাকে বাংলাদেশী সন্দেহে পিটিয়ে খুন করা হয়। হিংসা, বিদ্বেষ আর অসহিষ্ণুতার এক চরম নিদর্শন এই ঘটনা। অভয়া মঞ্চ ধিক্কার জানাচ্ছে আর এই ঘটনায় যুক্ত অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে।
জবলপুরের হাওয়াবাগ মহিলা কলেজের পিছনে দৃষ্টিহীন এক খ্রিস্টান মহিলাকে গালিগালাজ ও মারধর করছেন বিজেপির এক কাউন্সিলর -এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় গত ২৫শে ডিসেম্বর।
দিল্লির লাজপতনগরে বজরং দলের কর্মীরা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের ঘরে গিয়ে ‘বড়দিন’ পালন করার হুমকি দিয়ে এলাকা ছাড়া করেছে। ‘বড়দিনে’ সারাদেশ জুড়ে খ্রিস্টানদের উপর হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। শাসকদলের পক্ষ থেকে কোথাও কোনো প্রতিবাদ বা গ্রেফতার করা হয়নি। দেশজুড়ে খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে প্রতিবাদ করেছেন ইউনাইটেড খ্রিস্টান ফোরাম।
মৌলবাদী তৎপরতা, উগ্র হিন্দুত্ব আগ্রাসন ও দেশের সরকারের প্রত্যক্ষ মদতের কারণে ও বিভাজনের রাজনীতির প্রকাশ্য আস্ফালনে দেশজুড়ে হিংসা ছড়িয়ে পড়ছে। ধর্মান্তর বিরোধী আইনের নামে বিভিন্ন রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। অভয়া মঞ্চ দেশজুড়ে বেড়ে চলা হিংসা, সাম্প্রদায়িক মৌলবাদী তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।









