প্রায় ১৫ বছর আগে এই ভিডিওটি নির্মাণ করেছিলেন ডা সুব্রত গোস্বামী, যিনি কলকাতায় ইন্টেন্সিভ কেয়ারের পুরোধাদের অন্যতম। তারপর আমাদের জানা-বোঝায় কিছু পরিবর্তন এসেছে–এখন মুখে ফুঁ দেওয়ার চেয়ে বুকে চাপ দেওয়ার উপর বেশী জোর দেওয়া হয়, মুখে ফুঁ দেওয়া এবং বুকে চাপ দেওয়ার অনুপাত এখন ২:৩০ রাখতে বলা হয়। তবু মূল পদ্ধতিগুলি বুঝতে এই ভিডিওটি খুবই কার্যকর।
ডাক্তারির কথকতা: ৮ একুশে আইন
ডাঃ মহেন্দ্রলাল সরকার ছিলেন উনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় চিকিৎসক ও বিজ্ঞান সাধক। তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ, জ্ঞানী অথচ কাঠখোট্টা মানুষ। শোনা যায়, তিনি এমনকি যুগপুরুষ