শিক্ষা ভীষণ বিচ্ছিরি চিজ, আঁধার কাটার জ্ঞান Seller,
সওয়ালবিহীন আজ্ঞা মানার অন্ধ মানস- ক্যান্সেলর,
প্রশ্ন জাগায় ঠোঁটের আগায়, জোর খাটিয়ে স্বস্তি নেই,
এই অকাজের চিজের সাথে রাজার নীতির দোস্তি নেই,
শাসকরা তাই বাছাই করেন নিজের মতো চ্যান্সেলর।
চ্যান্সেলরের বাংলা ভাবো, আচার্য নন ঠিক তিনি,
অথই আঁধার ঢাকলে সফর যার আলোতে দিক চিনি.
ভানুর মতো স্থাণু যিনি ,আকাশ রাখেন আগলে রোজ,
নি-শিরদাঁড়া রাজনীতিতে আজকে তিনি প্রায় নিখোঁজ,
তাঁর শোভা পায় আচার্য ডাক, সত্যতে নির্ভীক যিনি।
রাজনীতি চা’ য় ডুবিয়ে খাওয়া থিন অ্যারারুট শিক্ষা আজ,
নেতিয়ে গেছে সেই যে কবেই, ভাঙলে পরে-ও নেই আওয়াজ।
চায়ের সাথে টা’য়ের মতো নাগরিকের ফাউয়ের ধন,
সিলেবাসের ছাঁটকাটে সব রাজনীতি দেয় বিজ্ঞাপন,
শিক্ষাবিদের ছদ্মে হাজার প্রতীক-প্রসাদ ভিক্ষাবাজ।
কাজেই এখন যায় আসে না , কে হলো কই চ্যান্সেলর,
হোন না যিনিই, আদতে তো তাঁর প্রতীকের ব্র্যান্ড-সেলার।
শিক্ষা এখন নিয়মমাফিক বেকার বাড়াও প্রকল্পই
শিক্ষা দেওয়ার সাথে এখন কলেজগুলোর যোগ অল্পই,
সর্বনাশের রিজার্ভ টিকিট, হবে না যা ক্যান্সেল আর ।
আচার্যরা সেই বাতিঘর, দিক যাতে পায় জ্ঞান-sailor,
অনাচারে সায় আছে যাঁর, অনাচার্য সংজ্ঞা তাঁর।