যেদিন চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি সেদিনই ফেসবুকে লিখেছিলাম যে এ পর্যন্ত পাওয়া মাইনের টাকা (মাথা পিছু আনুমানিক ২৪, ২৫ লাখ) যদি দাগীদের ফেরৎ দিতে হয় তাহলে সেই বিপুল পরিমাণ টাকা এই সরকারই কোনো না কোনোভাবে তাদের দিয়ে দেবে। বলেছিলাম মিলিয়ে নেবেন। তিন দিনের মধ্যেই কথাটা যে ভুল লিখিনি তার প্রমাণ মিলল!
এত কিছুর পরেও আবার দাগীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। আজ শিক্ষক দিবসের প্রাক্কালে তিনি বললেন, যারা এতদিন টিচারি(!!??) করেও অযোগ্য বলে বিবেচিত হয়েছে সেই বেচারারা সুপ্রিম কোর্টের নির্দেশে আইনত আর শিক্ষক হতে পারবেন না কিন্তু তারা যাতে গ্রুপ সি বা সমতুল কোনো চাকরি পান তা নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। কেউ যেন হতাশ না হন। কারণ তিনি ও তাঁরা মানবিক। তিনি সকল শিক্ষককে তাঁর ‘হৃদভাণ্ডার থেকে শুভনন্দন’ জানালেন!
ভেবে দেখুন যারা পেছনের দরজায় টাকা দিয়ে চাকরি কিনেছেন এবং যাঁদের এই ঘোরতর অন্যায়ের কারণে হাজার হাজার ছেলেমেয়ের এতদিনের পড়াশুনো, পরিশ্রম, স্বপ্ন শেষ হয়ে গেল, একটা গোটা প্রজন্ম ধ্বংসের মুখে এসে দাঁড়াল, সেই শূন্য খাতা জমা দেওয়া অযোগ্যদের উনি এখনও রক্ষা করতে চাইছেন সমস্ত লাজ-লজ্জার মাথা খেয়ে, সকল ‘অন্যায় অবিচার’-এর সীমা লঙ্ঘন করে, কারণটা আমারই গানের প্রথম লাইন ধার করে বলি ‘চুরি করেছেন মহারাণী’! মাল্লু নিয়েছেন তাঁরাই। এর আর অন্য কোনো ব্যাখ্যা হয় না।
এবার আপনি ঠিক করুন আপনি অনির্বাণের গানের টিপ্পনিতেই শুধু মেতে উঠবেন নাকি সাহস করে এই কথাটা বলবেন ‘চুরি করেছেন মহারাণী!’ আমি কিন্তু আপনাকে ভুলতে দেব না, রোজ এই গানের লিঙ্ক দিয়ে যাব।
১.চুরি করেছেন মহারাণী:
চুরির গান:
২.https://youtu.be/mEENdlP7wvA









