দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ৯
পিছন পানে হাঁটি, রোজই পিছন পানে হাঁটি –
আমার বিকোয় ঘটিবাটি, আমার বিকোয় ঘটিবাটি।
পিছন পানে হাঁটতে গিয়ে দেওয়াল পিঠে ঠেকে-
আয়ুষ্মানে গেরো কোথাও, গেরো সাথীর সাথে।
আমার রোজ মরে যাই ‘আমি’, কোথায় থাকবো দুধেভাতে –
ভেবে লোকাই নিজের মুখ, আর কেই বা আমায় দেখে।
তুমি রাজবৈদ্য জানি, তবু রাজার চাকর তুমি –
এটা আমার জন্মভূমি, এটা তোমার জন্মভূমি
জেনেও প্রতিদিনের মতো মোরা আনত মস্তক।
তবু লড়িয়ে দেবে ওরা, যারা রাজার পায়ে ঘোরে,
আমরা মরে আছি জেনেও যাবো আরেকটি বার মরে।
সব হারিয়ে যাবার পরে বলি “রাজার ভালো হোক”।
এসো তোমায় আমায় বসি, দেখি লুকনো ভুল ত্রুটি-
কারা পুকুর চুরি করে, কারা পাল্টে ফেলে ঘুঁটি,
কোথায় ঘাপটি মেরে থাকে মনের অচেনা আক্রোশ।
আনো বিশল্যকরণী -আমার স্বাস্থ্য তোমার হাতে,
জেনো মূর্খ অত নেই যে বলবো “দুধে ভাতে
আমার রাজা আমায় রাখে। বাকি তোমার দোষ”।
এটাই জানি যেন আমার কষ্টে তুমি পাশে –
রাজা-রানির কথায় মোদের কিই বা যায় আসে।
ভালো।
খুব ভালো লেখা স্যার, Wish you a very Happy New Year 2022.?❤?
অসাধারণ sir. Happy new year sir ?