প্রকাশিত হবে
ডক্টরস’ ডায়েরি ২য় খন্ড–৫০ জন লেখক-লেখিকার ডায়েরির এক অভূতপূর্ব সংকলন।
মেডিক্যাল কলেজের ইতিহাস (১৮২২-১৮৬০) মেডিক্যাল কলেজের জন্মলগ্নের ইতিহাস ডা জয়ন্ত ভট্টাচার্যের কলমে।
থাকছে স্বাস্থ্যবীমা-নির্ভর স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্যানেল আলোচনা। আলোচকঃ ডা সমুদ্র সেনগুপ্ত, ডা কাঞ্চন মুখার্জী, ডা সায়ন পাল এবং বিশ্বজিৎ মিত্র। সঞ্চালনাঃ ডা বিষাণ বসু।
থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
২১শে ফেব্রুয়ারী, ২০২২ সোমবার বিকাল ৪টায়।
সুবর্ণ বণিক সমাজ হলে।