দিবসে চাকরি চুরি, গোরু বালি কয়লা…
রাত্রে নির্বোধেরা রাস্তায় ময়লা!
যেমন লিডার তার ভোটারও তো মাপসই
চোরের মা খুলে ফেলে ড্রেজিংএর পাশবই।
ইলেক্টোরাল বন্ড। সেই টাকা মিষ্টি।
লোক মরে। গোয়েঙ্কা তুই খাবি বিষটি।
বিকশিত করে তার বত্রিশ পাটি দাঁত
রাষ্ট্র দিচ্ছে তার অদ্ভুত অজুহাত।