হে ধরিত্রী!…..
তোমার দিগন্ত বিসারী ক্যানভাসে
এখন বোমারু বিমানের
উদ্ধত আস্ফালন।
তোমার নরম মাটির বুকে ,
আঁকছি মানুষের খুনের
রক্তিম আলপনা।
তোমার নীল দরিয়ার জলে ,
রণপোত আর ডুবোজাহাজের
সদম্ভ আচমন।
আমাদের সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা,
ঘুরে ঘুরে কেঁদে যায়
অজানা আশঙ্কায়।
হে ধরিত্রী মাতা !
তোমার আঁচলে
মাথা রেখে,
আমি ঘুমাবো।
মে ০৯.২০২৫.
কবির কাব্য কথা আমাদের মতো আম আদমিরও অন্তরের কথা। যুদ্ধ করে করবি কী তা বল !
যুদ্ধ চায়না কেউ বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে সীমান্ত আগলে পড়ে থাকেন সেই সব জওয়ান বন্ধুরা মন থেকে যুদ্ধ চাননা। যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। আপাতত স্বস্তি ফিরে এসেছে। চিরস্থায়ী শান্তির জন্য শুরু হোক নতুন লড়াই।
যুদ্ধ নয় চাই শান্তি -আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তিসুখ করতে চায় লুঠতরাজ
জোটবাঁধো তৈরি হও যুদ্ধ নয় তোর আওয়াজ।
যুদ্ধ নয় চাই শান্তি -আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তিসুখ করতে চায় লুঠতরাজ
জোটবাঁধো তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ
গোটা ইতিহাস মানুষের আস্ফালনের ইতিহাস।
সবটাই আস্ফালন হলে উন্নতির ধ্বজা ওড়ালো কে? যুদ্ধবাজরা লড়াই করতেই অভ্যস্ত। তাই সর্বদাই রণ প্রস্তুতিতে ব্যস্ত থাকে। নতুন ভাবনার ইতিহাস গড়ে উঠুক আমাদের পরবর্তী প্রজন্মের হাতে।